আমি ভদ্র সমাজের মেয়ে নই
-রৌগুনে জান্নাত
⇒⇒⇒⇒⇒⇒⇒
আমি তোমাদের সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যেখানে জীবনের চেয়ে
সমাজের মূল্য বেশি।
মানুষের ইচ্ছের চেয়ে
অন্যের কথার মূল্য বেশি।
আমি তোমাদের সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যেখানে নিজের পছন্দ অপছন্দের
কথা বলতে পারবো না ,
শুধু মাত্র দেখে যাবো।
আমি তোমাদের মতো গিরগিটি নই
যে ক্ষণে ক্ষণে রং বদলাবো।
আমি নিল আকাশের রংধনু
যেখানে সাতটি রং অবধারিত।
আমি তোমাদের সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যেখানে কুসংস্কারে
ভরে থাকে তোমাদের জীবন।
অত্যাচার নিপীড়নে হয়ে
যায় হাজারো নারীর মরণ।
বার বার একই ভুল করে
অতীতকে না তো করে স্মরণ।
আমি তো সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যেখানে হাজারো সমালোচনা হয়,
কিন্তু তার প্রতিবাদ একটুও না করা হয়।
আমি তোমাদের সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যে তোমাদের হ্যাঁ এ হ্যাঁ মিলাবো
আর তোমাদের না এ না।
আমি তোমাদের সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যে তোমাদের কথা মেনে
চারদেয়ালের মাঝে
অবস্থান করবো।
আর নিজের ইচ্ছে অনুযায়ী
আকাশে না উড়বো,
নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিবো।
আমি তোমাদের সেই ভদ্র
সমাজের মেয়ে নই
যে তোমাদের কথা মত চলবো,
আর তোমাদের নিচু
মন-মানসিকতার সাথে আপোষ করবো।
হাজারো অনিয়ম, দূর্নীতি, অত্যাচার দেখে
মুখ বুজে সহ্য করবো।
⇒⇒⇒⇒⇒⇒⇒
সংক্ষিপ্ত পরিচয়ঃ
নামঃরৌগুনে জান্নাত পিতাঃ মোঃ মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা) মাতাঃ ফাতেমা খাতুন (গৃহিণী)
ঠিকানাঃ১৫৩, কালি বাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। অধ্যায়নঃ অনার্স কমপ্লিট। মাস্টার্স অধ্যায়নরত ( ইতিহাস)
শখঃ বই পড়া,ছবি আঁকা , গাছ লাগানো, সাইকেলিং।