সেই উড়ন্ত বেলা

-নাজ্মুন্ নাহার নাজ্মা

↔↔↔↔↔↔

গাঁ খানা থম্ থম্
আঁকা বাঁকা পথে ঝিঁ ঝিঁ পোকার কলরোল
পথে ঘাটে রোদ্দুর অচেনা সীমানা
খাঁ খাঁ মরু প্রান্তর হারিয়েছি ঠিকানা
সেই উড়ন্ত উঠন্ত বেলায়।
হাসিতে কলোরল গানেতে বেজেছে দোল
নেচেছি অবিরল খেলেছি সীমাহীন
দোলেছি গাছে গাছে শুয়েছি ধূ ধূ মাঠে
সেই উড়ন্ত পড়ন্ত বেলায়।
বেজেছে গভীরে সুখ হৃদয় ও সেতারে
মনের অজান্তে হারিয়েছি গগনে
কল্পচিত্ত মনে উড়েছি দুর সীমানায়।
চলেছি আপন ধ্যানে হারিয়েছি কোলাহলে
সেই উড়ন্ত নীরব বেলায়।
গুটিকতক পোকা ধরে ধরে কাটিয়েছি সময়
মানিনি কোন বাধা শুনিনি কারো কথা
খেলেছি উদাস হয়ে বেনামী কত খেলা
আমোদে গিয়েছি মজে অনেক সহচর নিয়ে
সেই প্রানান্ত উৎফুল্ল বেলায়।
পুতুল কে বিয়ে দিয়ে কেঁদেছি নীরবে মনে
রঙ্গ খেলায় মেতেছি সময় না গুনে
বিয়ের আসরে গিয়ে লালপেড়ে শাড়ি দিয়ে
মিছেমিছি না দিয়ে দিয়েছি মাংশ-পোলাও
সেই জীবন্ত ভোজ ও মেলায়।
সবাইকে খুশী করে হয়েছি নিজে খুশী
রংধনু বাঁকা চোখে চেয়ে চেয়ে করেছে খেলা
অবারিত সুখ-আনন্দে বিলাসে কেটেছে সময়
সেই ঝলমলে বসন্ত বেলায়।
প্রতিদিন নিয়মিত দু-একজন সাথী নিয়ে
করেছি বনভোজন সোজা ভর্তা ভাত
আবার খেয়েছি ঘরে না ভরা পেট টি নিয়ে
সেই ভরন্ত ভোজ ও মেলায়।
সেই স্মৃতি মনে এলে ঢেকে ফেলি চাপা দিয়ে
বেদনার ভরা ব্যথা পারিনা বোঝাতে গিয়ে
জানি আমি জানি ফিরে আসিবেনা সেই কাল
রয়ে রয়ে ক্ষণে ক্ষণে থেকে থেকে দেয় দোলা।
স্মৃতিভরা সেই উড়ন্ত বেলা।
*********

কবি পরিচিতি-
আমি নাজ্মুন্ নাহার নাজ্মা। একজন গৃহিণী লিখালিখির অভ্যাস ছোটবেলা থেকেই। প্রকাশিত দুটি একক কাব্যগ্রন্থ ১/বিঃস্মৃতি রোমন্থন ২/ অতলে অন্তঃপুর এবং একটি দুজনে মিলে ‘বিষন্ন মলাট ‘
হোম টাউন টাঙ্গাইল থাকি ঢাকায়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*