প্রভাত

-অনিতা মুদি

♦♦♦♦♦♦

নিত্য ধরণীর বুকে নতুন প্রভাত
নব চিন্তার সাথে করাই সাক্ষাত ।
কুসুমের কলি হাসে আজ তোমার কারণে
সবুজের বুকে প্রাণ আনে শিশিরের আবরণে ।
দিনের শুরুতে যে সুর ধরে কোয়েলের স্বরে,
মনে হয় ছুটে যায় ওপারের প্রান্তরে ।
সুস্থতার আভাস আনে প্রবাহ প্রভাত
তোমারই মনবলে আবারো জেগে উঠে মন, পার করে কালো রাত ।
তবু করে ভয়, যদি গত করে তাড়া ।
হবে কি নব সৃষ্টি উহার সঙ্গ ছাড়া ।
সুন্দর কি সুন্দর হয় যদি না থাকে কুৎসিত।
রাত্রি যদি নাহি থাকতো হত কি প্রভাতের জয়গিত ।
পৃথিবীর সৃষ্টি অপরূপ,দৃষ্টি -দোষ কি কাহারো ?
দিবা-রাত্রি পৃথক হয় কি শত প্রহারো ?
নিদ্রা ক্লান্তি সবই আসিবে কি রাত্রি বিনে ?
শেষ-মেষ ভেবে দেখি ভালো খারাপ মিশে আছে জীবনের প্রতিক্ষণে।।

♦♦♦♦♦♦
কবির পরিচিতি :
আমি অনিতা মুদি । আমাদের নিজস্ব বাড়ি আদ্রার কালিকেন্দ নামক গ্রামে । কিন্তু বর্তমানে আমরা সাওতালডি নামক জায়গায় বসবাস করছি । আমার পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । আমার জন্ম ১৯৯৮ সালের ২৫ -ই জানুয়ারি । আমার কবিতা লিখতে ও পড়তে খুবই ভালো লাগে ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*