মৃত্যুর পথযাত্রা

-এইচ, এম কাওছার হোসাইন

♥♥♥♥♥♥♥

এই দুনিয়ার মায়া ছেড়ে
যাবো চলে অচিনপুরে
আসবো না আর ফিরে
দুনিয়ার এই রঙিন ঘরে
কবর পথের যাত্রী আমি
নেক আমল অনেক দামি
যা করেছি দুনিয়া থেকে
নিয়ে যাবো তাইযে সাথে
একলা পড়ে রবো সেথায়
দুনিয়াবাসি ভুলবে আমায়
আপন হবে আমল সেদিন
তাই নিয়ে থাকবো চিরদিন
হে মানব! এই দুনিয়া থেকে
যোগার করো নিবে যা সাথে
সেটাই তোমার কবরের সাথি
সেদিন হবে আলোর জ্যোতি”

♥♥♥♥♥♥♥
সংক্ষিপ্ত পরিচয়:-
আমার নাম- এইচ, এম কাওছার হোসাইন। বাংলাদেশের বৃহত্তর পাবনা জেলার অন্তর্গত আটঘরিয়া উপজেলার গ্রামীণ জনপদ ষাইটগাছা গ্রামে পহেলা অক্টোবর ১৯৯৯ সালে জন্ম গ্রহণ করেছি। পিতার নাম- মোঃ মুকুল খাঁন। দাদার নাম- মোঃ মফিজ উদ্দিন খাঁন। ছোট বেলা থেকে কবিতা, ছড়া, গল্প ও উপন্যাস পড়ার প্রবল আগ্রহ থেকেই লেখালেখিতে মনোনিবেশ করেছি। ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে “ভ্রমণ পিপাসু” কবিতার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেছি। উল্লেখযোগ্য- কবিতা “মনীষীদের কাব্য” বৃহত্তর ১০০ লাইন বিশিষ্ট। উপন্যাস “হাফেজা সেই মেয়েটি” সহ আরো অসংখ্য কবিতা, ছড়া, ছোট গল্প সাহিত্য লিখেছি আলহামদুলিল্লাহ। বর্তমান একটি জামে মসজিদের পেশ ইমাম এবং একটি সেচ্ছাসেবী মানবিক সোসাইটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক। পড়াশোনা- পবিত্র কুরআনের হাফেজ সমাপ্ত করে বর্তমান একটি আরবি মাদ্রাসায় অধ্যয়নরত আছি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*