ওই দুটি চোখ

-শ্যামল খাঁ

♥♥♥♥♥♥♥

প্রথা হীন একটা গভীর অনুভূতি

দুটি চোখের তল খুঁজে পাবার মরিয়া চেষ্টা |

আবার কখনও অদৃশ্য টান কাটিয়ে

বেরোতে না পেরে

ঘুরে ফিরে সেই তোমার কক্ষপথেই সন্তর্পনে বিচরণ |

এক সমান্তরাল কক্ষপথ

বিচরণ তার আচরণ পাল্টাতে পারে না |

অস্পর্শে তবু টেনে রাখে অদৃশ্য বাঁধনে,

ছেড়ে যেতে চাইলেই অস্তিত্বের চিরকালীন বিলোপ |

সময় মহাকালের গর্ভে

লিখে রাখে প্রতিটি পলকের ইতিহাস,

এক চোখ আর এক চোখের প্রতিবিম্ব এঁকে চলে |

অন্তহীন অঙ্কনের জাদুকরী শিল্পের নিপুনতায়

মাঝে মাঝে ঝরে পড়ে দু ফোঁটা মুক্তো |

আশায় থাকি

তোমার আর আমার আবর্তনের মাঝে

কোনো এক মাহেন্দ্রক্ষনে….

দু চোখ মিলে যাবে এক সরল রেখায় |

তখন প্রবল জোয়ারে যদি ডুবে যাই

ও দুটি চোখের তল ঠিক খুঁজে নেবো |

================

কবি পরিচিতি-

নাম — শ্যামল খাঁ গ্রাম ও পোষ্ট — মটগোদা, থানা — রাইপুর, জেলা – বাঁকুড়া ( পশ্চিমবঙ্গ ) বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে বাস করি. পেশায় গ্রাম পঞ্চায়েত কর্মচারী. কাজের প্রচুর চাপ তবু অবসর সময়ে কবিতা লিখি. আপন খেয়ালে লিখি.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*