নীল প্রজাপতির ডানা

-চিন্ময় বিশ্বাস

⇔⇔⇔⇔⇔⇔

অবসর সময়ের বুক চিরে জাবর কাটে চিন্তন,

গ্রামোফোনের শরীর ছুঁয়ে বয়ে যায় ক্লাসিক্যাল।

উদাসী মন থেকে বেরিয়ে আসে বিষবাষ্প,

মুঠোফোনে আটকে থাকা জীবন খোঁজে নীল প্রজাপতির ডানা।

সমস্ত দিনের পরিশ্রান্ত সূর্য;ডুবে যায় গভীর ঘুমে,

আঁধার চুমে আকাশে ফুটে ওঠে চন্দ্রিমা,

উদাসী দার্শনিক মন অতিক্রম করে দিগন্তের সীমা।

গোপন কুঠুরিতে বসে থাকে এক অদৃশ্য বিবেক,

আত্মবিশ্লেষণে মুঠো করে তুলে আনি আপন অবয়ব,

যুগ পরিপ্রেক্ষিতে যা আজ অনেকটাই সাবেক।

তবুও,অবকাশ খুঁজে সময়ের বুক চিরে জাবর কাটে চিন্তন!

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

চিন্ময় বিশ্বাস,পিতা চিত্তরঞ্জন বিশ্বাস ,মাতা মিনতী বিশ্বাস,জন্ম ১৯৯১সালের ২৬শে এপ্রিল।আমি কোনো কবি নই শুধু এঁকে চলি জীবনের প্রতিচ্ছবি।যখন চিন্তন গুলি জাবর কাটে স্মৃতির পাতায় অপ্রাপ্তির উপন্যাস লিখি আপন খাতায়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*