স্বপ্ন আমার
-মোঃআরমান হিমেল
♦♦♦♦♦♦♦
স্বপ্ন আমার দেশের তরে,করবো ভালো কাজ।
জাত ভেদাভেদ ভুলে গিয়ে,গড়বো এই সমাজ।
স্বপ্ন আমার কবি হওয়ার, লিখবো বাস্তব চিত্র।
অটল থেকে ন্যায়ের পক্ষে,হোক’না শত্রু-মিত্র।
স্বপ্ন আমার শিল্পী হওয়ার,সাম্যের ছবি আঁকি।
সপে দিতে প্রাণ দেশের তরে, যেখানেই থাকি।
স্বপ্ন আমার দীন-দুঃখীদের,করবো সেবা-যত্ন।
প্রতিটি মানুষ আমার কাছে,হীরা-মানিক রত্ন।
স্বপ্ন আমার দু-চোখ ভরা, দেশ ও দশের জন্য।
রুখে দিয়ে সব অপশক্তি,করবো নিজেকে ধন্য।
স্বপ্ন আমার অশঙ্কিত মনে, রাজপথে হয়ে বীর!
শত বুলেট বুক পেতে নেব,নোয়াবোনা তবু শির।
স্বপ্ন আমার লড়াকু হবো,সৎ ও ন্যায়ের পক্ষে।
ধৈর্য-সাহস-শক্তির ভীত,গড়বো আপন বক্ষে।
স্বপ্ন আমার উদার হবো, বুঝবো করুণ ভাষা!
সোনার বাংলা গড়তে হবে,চিরদিনের’ই আশা!
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতিঃ
মোঃ আরমান হিমেল ,পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম। ১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি লেখালেখির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন। বেশ কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে তিনি বেশ জনপ্রিয়।