জীবন ক্ষণস্থায়ী
-জয়সেন চাকমা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কত ঝুকি কত বাধা পেড়িয়ে জীবন চলি
কখনো সুন্দর কখনো আর্বজনার ধূলি।
কত বছর ফেলে বয়স বেড়ে চলে
কত নির্জন সময় কাটায় কত কোলাহলে।
কখনো তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা
কখনো উচ্ছ্বাস আনন্দে খুশি মনের মনা।
এসময় যেতে যেতে যায় একসময় থেমে
দুঃখের ছায়ায় আত্মীয় শোক হয়ে নামে।
যখনি পর্যন্ত রবে তাজা প্রাণ
তখন পর্যন্ত দেহে তাজা ঘ্রাণ।
যখন দেহে সিদ্ধ হয় জ্বলে বহু জ্বালা
সে বয়সে তখন ঘৃণার ঢালা।
লক্ষ্যহারা সময় তখন লক্ষ্যহারা
ডাকবে তখন আকাশটির শততারা।
কতদিন কত অত্যাচারিত সহ্য
দেহ ব্যথা নিয়ে কাজে মতিষ্কের ধৈর্য।
কত অক্ষর দেখা কত বাক্য শোনা
কতলোকে পরিচিত ফেলে একদিন জীবন হয় চারআনা।
একেলা আসা এই স্থানে কতক স্মৃতি মিশে
সেসব একসময় সব স্মৃতি চোখের জ্বলে ভাসে শেষে।
পরিচিত যত জানি দূরে রবে সবখানি
পুর্ণতা পেলেও অপূর্ণতা হবে চেনা রাজধানী।
যত যায় দিন স্মৃতির সৌরভে
জানিনে আমি হঠাৎ কখন যাব থেমে।
ছবির চিত্র কতটুকু রবে
সেই সময়ের স্মৃতি কী ভুলে যাবে সবে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি:
কবির নাম:জয়সেন চাকমা, পিতা:সূচী রন্জন চাকমা, মাতা:ফুলবালা ত্রিপুরা, পড়াশোনা: বিজ্ঞানবিভাগে নবম শ্রেণির ছাত্র।