হয়নি বলা ভালবাসি তোমাকে
-সুজিত ঘোষ
⇒⇒⇒⇒⇒⇒⇒
সেদিন গোধূলি লগনে
দেখা পেলাম তোমার
লোকালয়ে নয়, নয় নির্জনে
এক পলক দেখা দিয়ে, হাওয়াই মিলে গেলে।
সজনী, তুমি কোথাকার কোন কাননের
খুঁজে ফিরি সারাক্ষণ প্রতি প্রহরে
তুমি কি শুধুই আমার ভাবনার অপ্সরী
নাকি অনিন্দ্য সুন্দরী ?
সজনী, বসন্তের হাওয়ার মত এসে
নীলে তুমি আমার সর্বস্ব কেড়ে,
উদাস মনে চেয়ে থাকি তোমার প্রতীক্ষায়
তুমি কি এ গ্রহের নাকি ভীন গ্রহের?
সজনী, প্রথম দেখায় ভাল লাগা সমস্ত অস্তিত্ব জুড়ে
সাজিয়ে রেখেছি মনের গহীনে একান্ত স্বপ্নের বাসর ,
চাওয়া পাওয়ার তৃপ্ততার স্বাদে
বেদনার ঔ আকাশে
এখানো খুঁজে ফিরি তোমাকে, হয়নি বলা ভালবাসি তোমাকে।
⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি:
সুজিত ঘোষ নাটোর জেলায় বসবাস বিভিন্ন পত্রিকায় কবিতা গল্প প্রবন্ধ লেখা লেখী করি।