পুরানো স্মৃতি
-দীনবন্ধু দাস
↔↔↔↔↔
ছোটো বেলার কথা গুলো
যখন পড়ে মনে,
বুকটা আমার কেঁপে ওঠে
প্রতি ক্ষণে ক্ষণে ।
মায়ের আদর বাবার শাসন
ছিল বড়ই দামী,
দাদুর মুখের গল্প গুলো
আমার কাছে নামী।
ভর দুপুরে পুকুর পাড়ে
করতাম কতো খেলা,
ঠাকুমারই কোলে চড়ে
ঘুরেছি গো মেলা।
সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বেলে
দিতো যখন ঘরে,
রাখাল বালক আসতো তখন
গাঁয়ের পথটি ধরে।
পাড়ার ছেলে অন্ধ গোকুল
ছিলো বন্ধু আমার,
এ জীবনে ভুলবো নাগো
কথা গুলো তোমার ।
দুঃখ পেলে যেতাম ছুটে
রাখত বুকের মাঝে,
মধুর স্বরে ঈশ্বর কথা
বলতো সকাল সাঁঝে।
কি জানি তার কি যে হলো
গেলো একদিন মরে,
পড়লে মনে মুখটি যে তার
দু- চোখে জল ঝরে ।।।।
↔↔↔↔↔
কবি পরিচিতি-
কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা । শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয় বর্ষ) পেশায়:- শিক্ষক ( গৃহ ) আমি আমার ঠাকুরদা শ্রী হারাধন দাস- এর নিকট হইতে সাহিত্য সৃষ্টিতে অনু প্রেরণা লাভ করেছি। তিনি দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করেন। ছোট থেকেই লিখতে, বাগান করতে, , গান গাইতে, গান লিখতে এবং পশু পক্ষীদের খাদ্য প্রদান ও পরিচর্যাও করতে ভালোবাসি। আর আমার লেখা গান গুলি আমার বোনের গলায় তা প্রকাশ পায়।এই নিয়েই আমার আনন্দে দিন কেটে যায় ।