শুভ জন্মদিন ললিতা
-অনিতা মুদি
⇔⇔⇔⇔⇔⇔⇔
শুভ জন্মদিন ললিতা
বছর ঘুরে আবার এলো,
এই খুশির দিন ।
ভালো থেকো প্রিয় ললিতা,
শুভ হোক তোমার জন্মদিন ।
আনন্দ ও খুশি হোক
তোমার উপহার,
দুঃখ যাক সব ঘুচে,
এই প্রার্থনা হৃদয়ে আমার ।
কোকিলে-রা গাইছে গান,
তোমার জন্মদিনে ।
পথ রয়েছে ফুলে সজ্জিত,
তোমার পথ চেয়ে ।
আকাশের মেঘ রাশি
তোমার প্রতীক্ষায়,
বৃক্ষ গুলি সারি সারি দাঁড়িয়ে,
তোমার অপেক্ষায় ।
মৃদু বাতাস বয়ছে যেন
নিজের ছন্দ নিয়ে,
নদীর পাড়ে কাশ ফুলেরা,
দুলছে যেন তোমার জন্মদিনে।
সূর্য আলো হয়ে জ্বলছে যেন
তোমার জন্মদিনে,
গাছ থেকে ফুলেরা সব
ঝরছে যেন বর্ষা হয়ে তোমার জন্মদিনে।
তোমার শুভ জন্মদিনে
প্রকৃতির কি অপূর্ব লীলা,
যেন মনে হয় প্রকৃতির আশিস ঝরে
তোমার জন্মদিনে ।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবির পরিচিতি :
আমি অনিতা মুদি । পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । আমাদের নিজস্ব বাড়ি আদ্রার কালিকেন্দ নামক গ্রামে। কিন্তু বর্তমানে আমরা সাওতালডি নামক জায়গায় বসবাস করছি । আমি অনেক কবিতায় লিখেছি । আজ “শুভ জন্মদিন ললিতা” কবিতাটি লিখলাম বিশেষ করে আমার প্রিয় বান্ধবী ললিতা-র জন্মদিনের উপলক্ষে । আমার জীবনে বাবা- মা ও গুরুজন দের যতটা গুরুত্ব দিয়ে থাকি । ঠিক তেমনই আমার বান্ধবী ললিতাকেও ততটাই আমার জীবনে গুরুত্ব দিয়ে থাকি ।
“যত দিন থাকবে আমার কবিতা
এই পৃথিবীর পাতায়,
ততদিন ললিতা চির অমর হয়ে
থাকবে আমার কবিতা-র পাতায় পাতায়”