অস্থায়ী ঠিকানা

-শিবানী সাহা

⇒⇒⇒⇒⇒⇒

এক আকাশের নিচে বাস মোদের

সবাই থাকে নানা প্রান্তে,

ঠিকানাবিহীন মানুষগুলোকে

কেউ পারি না চিনতে।

সময়ের সাথে জীবনের ধাপে

বারে বারে ঠিকানাটা যায় বদলে।

কারো ঠিকানা স্থায়ী, কারো অস্থায়ী

বাস করে যে যেমনভাবে।

জন্মের পর প্রথম ঠিকানা পিতার গৃহে

শৈশব শেষে কৈশোর এলে কারো কারো

ঠিকানা যায় বদলে, চলে যায় হোস্টেলে।

শিক্ষা শেষে চাকরী সূত্রে জীবন কাটে ভিনদেশে

অস্থায়ী ঠিকানাতে সবাই তখন তাকে চেনে।

বিবাহসূত্রে নারীর ঠিকানা যায় বদলে

বাস তখন স্বামীর সাথে শ্বশুরালয়ে।

দীর্ঘ জীবন অতিবাহিত হবার পর

বার্ধক্য ধীরে ধীরে নেমে আসে,

ঠিকানাটা কি হবে চিন্তায় মন ডুবে।

ছেলের ঘর, নাকি স্থায়ী বৃদ্ধাশ্রমে।

এরপরের ঠিকানাটা নেইতো কারো জানা

একদিন সবাই যাব জীবনে শেষে পরপারে।

⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

নাম-শিবানী সাহা ছেলেবেলার জীবন নৈহাটিতে। কলেজ-ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। ইতিহাস নিয়ে পড়াশোনা। বর্তমানে আমি একজন গৃহবধূ। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। ছোটবেলা থেকে সাহিত্য অণুরাগী। পরিবারের সকলের উৎসাহ ই আমার প্রেরণা। আগামী দিনে আরো এগিয়ে যেতে চাই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*