অব্যক্ত অনুভূতি

-মাই ফেয়ার চৌধুরী

⇔⇔⇔⇔⇔⇔

মনে পড়ে তোমায়,

ভোরের সূর্য উদয়ের সাথে,

মনে পড়ে,

যখন তুমি সূর্যকে স্বাগত জানাতে।

মনে পড়ে,

তোমায় ক্লান্ত দুপুরে রৌদ্রস্নান,

মনে পড়ে,

পড়ন্ত বিকেলে এক কাপ চা হাতে।

মনে পড়ে

তোমায় লোড শেডিংয়ে বারান্দায় পায়চারীতে,

মনে পড়ে,

তোমায় কোমল পায়ের মৃত শব্দে।

মনে পড়ে

গ্রীস্মের হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজতে আনন্দে চিক চিক!

মনে পড়ে,

হেমন্তের দখিনা হাওয়ায় এলোমেলো চুল।

মনে পড়ে,

তোমায় শীতের কুয়াশা ভেজা সকালে স্কুলে যাওয়ার পথে,

মনে পড়ে,

পরীক্ষার প্রস্তুতিতে তোমার দীর্ঘ রাত জাগা।

মনে পরে,

তোমায় কোন এক বৈশাখের প্রথম দিনে নতুন সাজে,

মনে পড়ে,

চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা, গন্তব্যের গাড়ির অপেক্ষায়।

মনে পড়ে,

আমার চোখে চোখ পড়লে লজ্জায় আনত,

মনে পড়ে,

সাধারনের মাঝে অসাধারন তুমি

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী, পিতা-রমজু চৌধুরী,  মাতা-লায়লা বেগম, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা ডাক-বন্দর,পুলিশ স্টেশন -ডবলমুরিং জিলা- চট্টগ্রাম, বাংলাদেশ। লেখার হাতে খড়ি খুবই অল্প সময়, ফেসবুক লেখক বন্ধুদের অনুপ্রেরণায় সাহিত্য অঙ্গনে প্রবেশ। শখের বশত লিখা। ভ্রমণ,গান শোনা,ও আড্ডা মারা প্রিয়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*