এক অনাবিল পৃথিবী

-গণেশ পাল

⇔⇔⇔⇔⇔⇔

নিসর্গের বিরতিহীন চৈতন্যে

যদি হাতের কাছে থাকে

কখনো প্রিয়

সোনামুখী এক নারী আর 

তার অনন্ত

মনের ভেতর নানা রকম কখনো

ব্যস্ততা,ত্রস্ততা কিংবা ব্যাপৃত

নিবাস তখন

মানুষেরা কার কাছে হার মানে?

অতএব এই সূত্র ধরে একদিন

নিসর্গের ঘোরে

আমিও কার কাছে হার মানবো?

এ কথা তো গ্রহণ করতেই

হবে বলে যদি

জিম্মি করে আমাকে তবে

কেউ কখনো ?

অতএব সূত্রানুসারে চৈতন্যের

বাঁধুলী থেকে

আমি মরে যাবো তখন নারীর

ভেতর —-

কারণ সেখানে দেখা যায়

কোন্ সে

এক অনাবিল পৃথিবী ,

তপ্তরোদ

যেখানে মরণ কেবলই

জীবন শুধু !

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :

কবি গণেশ পাল , পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌ , মাতা মৃত উম্মিলা রানী পাল‌ । বাংলাদেশে রাজশাহী বিভাগের নাটোর জেলায় ০২ জুলাই ১৯৫০ সনে জন্মগ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা : বি এ পাশ করি ১৯৭২ সনে । কর্মজীবন : বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি করে পরিদর্শক পদে ২০০৭ সনে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে এপর্যন্ত লিখে চলেছি । আমার লেখা এককগ্রন্থ ১০ টি যেমন কাব্যগ্রন্থ ১ , গল্পগ্রন্থ ৬ টি , উপন্যাস ৩ টি প্রকাশিত হয়েছে। এখন ফেসবুকে নিয়মিত লিখছি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*