ষড়ঋতুর দেশ

-মোঃ আমিনুল ইসলাম সৈকত

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

আমার স্বপন ঘিরে আছে এক দেশ,

বহুরূপী সেই দেশ নেই কোনো শেষ।

মিলেমিশে নর নারী সুখে করে বাস,

ছয় ঋতু মিশে থাকে সেথা বারোমাস।

গ্রীষ্মতে প্রখর রোদে ঘাম ঝরে জ্বলে,

বাগানে হরেক জাত ভরে ফুল ফলে।

বর্ষায় আকাশ কালো বারিধারা ঝরে,

নদী নালা খাল বিল জলে যায় ভরে।

শরৎ কালে প্রকৃতি সাজে নব রূপে,

শিউলী কামিনী কাশ ফোটে তব থুপে,

হেমন্তে চাষীর ঘরে নেই শস্যে জুড়ি,

উদাস বিকেলে শিশু খেলে নানা ঘুড়ি।

শীত এলে কত মজা নানা পিঠা ঘ্রাণ,

ঠান্ডা আর কুয়াশায় ভীত হয় প্রাণ।

বসন্তে কোকিল ডাকে মিষ্টি মধুসুরে,

পলাশ ও কৃষ্ণচূড়া ভরে উঠে নুরে।

সোনার এ দেশ আহা কত গুণে ভরা,

ষড়ঋতু ছ’টি সাজে থাকে নাকো জরা।

পৃথিবীতে হেন দেশ দেখি নাতো আর,

এ যে মোর জন্মভূমি গাই গান তার।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতিঃ- মোঃ আমিনুল ইসলাম ( সৈকত) ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামে জন্মগ্রহন করেন। পিতা- মোঃ সিরাজ উদ্দিন স্থানীয় স্কুল শিক্ষক এবং মাতা- কামরুন্নাহার বেগম গৃহিণী। শৈশব থেকেই তার কাব্যের প্রতি ঊন্মেষ ঘটতে থাকে। সাপ্তাহিক সাহিত্য সঞ্চারে লেখা প্রকাশিত হওয়ার মাধ্যমে তিনি সাহিত্যর প্রতি আরও আগ্রহী হন। তিনি পেশায় একজন ছাত্র। বর্তমানে গনিত বিষয়ের উপর স্নাতকে অধ্যয়ন করছেন।গান,গল্প,ছড়া, কবিতা লিখছেন নিয়মিত। তার লেখায় প্রকৃতিপ্রেম, প্রতিবাদ, উপদেশ ও নিপীড়িত মানুষের কথা ফুটে উঠেছে। কবি লিখতে, আবৃত্তি করতে ও গান গাইতে ভালোবাসেন। বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে তার বেশকিছু কবিতা, গল্প প্রকাশ হয়েছে । তার ছন্দ মাত্রায় লেখা কবিতা শতাধিক। তার যৌথ কাব্যগ্রন্থ “নীলাদ্রি কাব্য সম্ভার”, “রক্তে ভেজা বত্রিশ নম্বরের সিঁড়ি”,স্বপ্নময় ডায়েরি, ” বড় আশা করে আছি” ও “কবির প্রেম কবিতায় “। সবগুলোই একুশে বইমেলার প্রকাশিত হবে। (২০২২) । কবি সকলের নিকট দোয়া প্রার্থী।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*