ব্যর্থতায় ফিরে আসা

-গণেশ পাল

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

সময় সময় সাবধান হতে গিয়ে আমি

কেন যেন অসাবধান হয়ে পড়ি,

তখন আমি মনস্থির করে ফেলি যে —-

আমি বানপ্রস্থে চলে যাব ।

আর এসব প্রস্তুতির জন্য হয়তো

তখন ঘর-গৃহ ,গ্রহরত্ন আর আর

জমিয়ে রাখা

পুরনো প্রেমিকার স্পর্শিত সবকিছু

পরিত্যক্ত করে দিই আমি ।

তবু আমি ঘোলা জলের হৃদয় পুরোটা

কিংবা গোপন অঙ্গের গভীরতা সব

আমার প্রেমিকাকে ফিরিয়ে দিতে পারিনা ।

প্রতি পদে পদে , প্রতি পলে পলে তথাবিধ

আমার ব্যর্থতা তাই স্পষ্টতঃ বড় একাকার ,

আমাকে তাড়িত করে ফেরে—

আমি যেন ক্রমশ সঙ্গীহীন হয়ে যাই ।

পূঞ্জীভূত ব্যর্থতায় ডুবে যাই গভীরে ,

যদিও ফিরে আসতে চেয়েছি ।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি :

কবি গণেশ পাল , পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌ , মাতা মৃত উম্মিলা রানী পাল‌ । জন্মস্থান : বাংলাদেশে রাজশাহী বিভাগের নাটোর জেলায় ০২ জুলাই ১৯৫০ সনে জন্মগ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২সনে বিএ পাস করেছি ।পরে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৭ সনে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি। লেখালেখি : কলেজ জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে লিখে চলেছি। আমার লেখার একক প্রকাশিত গ্রন্থ ১০ টি : যথা কাব্যগ্রন্থ ১ টি, গল্পগ্রন্থ ৬ টি এবং উপন্যাস ৩ টি । যৌথকাব্যগ্রন্থ :৯.টি। এখন নিয়মিত ফেসবুকে লিখে চলেছি ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*