অপরিচিতা

-মোঃ জাবের মীর

⇔⇔⇔⇔⇔⇔

আমি খুঁজি, আমার মত কাউকে খুঁজি,

মনে খুশি, এই পেলাম বুঝি।

পাই না কাউকে আমার মত,

আশায় থাকি পাব হয়ত।

সে হবে আমারই মত,

কথা হবে কবিতায় অবিরত।

চোখের চাহনি তাও কবিতা,

এখন সে হয়ত অপরিচিতা।

মনে মনে মিল, বাহিরে দ্বন্দ্ব,

তারই মাঝে পাব খুঁজে কবিতার ছন্দ।

তারই সাথে হবে আমার বন্ধন,

খুঁজে পাব তো! বাড়ে হৃদস্পদন।

কোথায় আছে সে, কিভাবে পাব তাকে?

আমি বুঝি সে নিরবে আমাকেই ডাকে।

আমাকে পেতে হলে তাকে থাকতে হবে অপেক্ষায়,

আমিও রয়েছি নাহয় তারই প্রতিক্ষায়।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতিঃ- কবি মোঃ জাবের মীর, তিনি ২০০০ সালের ৪ মার্চ, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ছোলায়মান মীর (শিক্ষক), মাতা মোসাঃ হোসনেয়ারা বেগম। তিনি ২০১৯ সালে রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা থেকে অালিম পাশ করে ঐ মাদ্রাসায় ফাযিলে অধ্যায়নরত এবং শরণখোলা সরকারি কলেজে (সমাজবিজ্ঞান) বিভাগ নিয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অধ্যায়নরত আছেন।

ছোট বেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী ছিলেন। ইতিমধ্যে তার “পাখিদের গান,শতবর্ষের চেতনায় বঙ্গবন্ধু ও জীবনের হাতছানি” শীর্ষক যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অনলাইনে বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে বেশকিছু সম্মাননা অর্জন করেছেন এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হচ্ছে। বর্তমানে তার লেখালেখি অব্যাহত রয়েছে।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*