ফেলোশিপ
-চিন্ময় বিশ্বাস
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
নির্ঘুম রাতের অবসন্ন শরীরে খুঁজি অবকাশ,
দু-একবার খাতার বুকে আঁচড় কাটলাম,
হঠাৎ দেখলাম,আলেকজান্ডার বলে উঠলেন,
“সত্য সেলুকাস!কি বিচিত্র এই দেশ!”
অবসন্ন রাত্রির বুকে জাগে পেঁচার কর্কশ ধ্বনি,
যখন কলম থামায়,অশরীরীর মত গ্রাস করে আঁধার,
তখন,আত্মাকে বেঁচে দিই গোহাটায় চড়া দামে।
মৃত শরীরের বুকে পা রাখি বেনামে!
ভুতুড়ে পেঁচার ডাকে হিম হওয়া রক্তে মিশিয়েনি আফিম,
সারা রাত্রি জেগে আছি;সেই মা হওয়া পাগলীটার জন্য,
জেগে আছি সেই পঁচাশি বছরের বৃদ্ধ ধূপকাঠি বিক্রেতার জন্য,
প্রাগৈতিহাসিক সভ্যতার নগ্ন শিশুটি স্টেশনের
প্ল্যাটফর্ম থেকে আধপচা কমলালেবু মুখে,
মনোযোগী ক্যাপশনটা দারুন জমলো,
কৃষ্ণপক্ষে ক্ষয়িত চাঁদ ঘুমে পশ্চিমে হেলে পড়ল, আলো কমলো।
গবেষণাপত্র গুলি আরশোলার মুখ থেকে বাঁচিয়ে রাখতে হবে,
আঁধার কাটতে বেশি দেরি নেই,
সূর্যের আলোর সঙ্গে চোখ মেলে তাকাবে ফেলোশিপ…।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিত:
চিন্ময় বিশ্বাস,পিতা চিত্তরঞ্জন বিশ্বাস ,মাতা মিনতী বিশ্বাস,জন্ম ১৯৯১সালের ২৬শে এপ্রিল।আমি কোনো কবি নই শুধু এঁকে চলি জীবনের প্রতিচ্ছবি।যখন চিন্তন গুলি জাবর কাটে স্মৃতির পাতায় অপ্রাপ্তির উপন্যাস লিখি আপন খাতায়।