টুঙ্গিপাড়ার হাসু
-মোঃ আব্দুল হামিদ সরকার
↔↔↔↔↔↔
টুঙ্গিপাড়ার শেখ বংশে, জন্মেছে এক মেয়ে,
করছেন তিনি ইতিহাস সৃষ্টি, তার কর্ম দিয়ে।
ধমনীতে তার শেখের রক্ত, বিশ্ব অবাক দেখে,
হাসু থেকে শেখ হাসিনা, সকল অন্যায় রুখে।
আন্দোলনের অগ্নিবীনা উপাধি যার নাম, ইতিহাস-ঐতিহ্য বংশানুক্রমিক সুনাম।
পুতুল বিয়ে, এক্কাদোক্কা, খেলতো আঙিনায়,
কামাল তার খেলার সাথী, রঙিন জামা গায়।
ছিম-ছাম, চিকনকন্ঠি, মুখে রাঙ্গা হাসি,
টুঙ্গিপাড়ার মেয়ে হাসু মায়া মমতার রাশি।
ছোট্ট হাসু দমে দমে লয় পাড়ার খবর,
পশ্চিমারা ফেলছে তখন শাসন শোষণের নোঙ্গর।
নাওয়া খাওয়া ভুলে সদা, খেলায় থাকত মন,
কেমন আছে গরিব-দুঃখী কৃষক-শ্রমিক জন।
বাবা তখন কারাগারে, হাসুর জ্ঞান কিছু,
প্রতিবাদী কন্ঠ রুখতে শোষকেরা নিয়েছে পিছু।
বাবার আদর্শ বুকে নিয়ে, হলেন তিনি নেতা,
শক্তি-সাহস মনোবল আর সে দৃঢ়চেতা।
দুঃখের সাগরে সাঁতরে তিনি, ফিরে এলেন দেশে, জনবান্ধব মন নিয়ে এতিমের বেশে।
কেমন করে হাসু থেকে হয় জননেত্রী,
দুঃখের পরে সুখ হয়, আসে দিবারাত্রি।
কেমন করে তিনি হন, মানবতার মা,
সংগ্রামমুখর বর্ণাঢ্য জীবন স্মৃতি আছে জমা।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি:-
জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
লেখা-লেখি:- তার প্রকাশিত গ্রন্থগুলো হল “স্মৃতির দোলনা” (আত্মজীবনীমুলক) (২০১৪) ১ম গ্রন্থ, “প্রেমের সুনামী” (২০১৫) ২য় গ্রন্থ, “ভালবাসার রংধনু” (২০১৬) ৩য় গ্রন্থ, “মধ্যরাতের হাসি” (কিশোর ছড়াকাব্য) (২০১৭) চতুর্থ গ্রন্থ, “দূর আকাশের নীহারিকা” (২০১৮) পঞ্চম গ্রন্থ, ও “রক্ত কাজল” (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) (২০২০) ৬ষ্ঠ গ্রন্থ।
পেশা:- তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন নারী শিক্ষা উন্নয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, একজন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।