তোমাকে ফিরাতে পারিনি

-মিস্টি অধিকারী সুপ্রিয়া

↔↔↔↔↔↔

তোমাকে ফিরাতে পারিনি বলেই,ভালোবেসেছি।

ভালোবেসে আজ নিঃস্বার্থ ভাবে নিঃস্ব হয়েছি।

কেন জানো?

আমি তোমাকে ফিরাতে পারিনি বলে,

কি করে পারি বলতো?

তুমি এতো যত্ন করে আমাকে কষ্ট দিবে বলে

এতো আশাকরে এসেছো,

সেখানে তোমাকে ফিরাই কি করে বলতো।

না, পারিনি তোমাকে ফিরাতে ,

আজ সমস্ত সুখ হাসি তোমাকে দিয়ে

নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছি,

না না ভুল হলো, একেবারেই যে নিঃস্ব নই ।

পরম যত্নে তোমার দেয়া কষ্ট গুলো সাথে আছেতো,

প্রতিপলে মনে করিয়ে দিতে, হৃদয় ভাঙার যন্ত্রণা ঠিক কতখানি তীব্র হতে পারে।

হ্যাঁ আজও অনুভব করি তোমাকে,তীব্র ভাবে।

কেন জানো?

বিশ্বাস ঘাতকদের চেহারা ঠিক কেমন হয়ে, সেটা চিনতে পারার জন্য।

আর যেনো কখনও ভুল করেও ভুল না হয়ে তার জন্য !

আজও মনে পরে তোমাকে, কি নিখুঁত তোমার অভিনয়,

সদা হাস্যোজ্জ্বল চেহারার পিছনে একজন দক্ষ অভিনেতা লুকিয়ে ছিলো।

তোমার মনকাড়া সেই কথাগুলো আমার চঞ্চলা মনটাকে কিভাবে তোমাত্বে হারিয়ে যেতে বাধ্য করেছিলো,

আজও চোখ বন্ধ করলে তোমার গভীর চোখ দুটো চোখের পাতায় ভেসে ওঠে, আজও মনের ঘরে কড়া নারে তোমার বলা প্রতিটা কথা।

তোমার হাসি তোমার অভিমান এগুলো যে শুধুই অভিনয় ছিলো বুঝতে পারিনি গো।

তাই বুঝি এভাবেই আজও প্রচণ্ড কষ্টে থাকি তোমাকে মনে করে।

কি করবো বলো,সময়ের সাথে নিজকে তোমারি মতো পালটে ফেলতে পারিনি।

তাই হয়েতো ভুলতে পারিনি প্রতিমুহূর্তে হৃদয় রক্তাত্ব করা তোমার মধুর স্মৃতিগুলো,

কি জানি এভাবেই হয়েতো একদিন হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাবে একরাশ ব্যথা বুকে রেখে।

↔↔↔↔↔↔

কবি পরিচিতি-

নাম মিস্টি অধিকারী সুপ্রিয়া, কোলকাতা নিবাসী, দক্ষিণ প্রতাপগড় নিমতা, উত্তর 24পরগনা,কোলকাতা 49।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*