শেষ স্টেশন
-রঞ্জন ঘোষ
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
জীবন পথে চলতে চলতে কখন যে আমরা পৌঁছে যায় জীবনের শেষ স্টেশনে,
সেকথা সময় থাকতে পারি না কেউ আমরা বুঝতে,
জীবন পথে চলতে আসে কতো বাধা বিঘ্ন বারে বারে,
সব বাধা নিয়েই এগিয়ে চলি পাশ কাটিয়ে পথ চলতে।
জীবন পথ তো মোটেও নয় অতি দীর্ঘ মানবজীবনে,
এই স্বল্প পথে থাকে সুখ-দুঃখ, মান অভিমান ভঞ্জন,
এরই মাঝে চারিদিকে আছে শুধু হিংসা হানাহানি,
সেখানে কেউ করে শুধু আনন্দ কেউ করে ক্রন্দন।
বাস্তবটা তাই পারে না বোধহয় কিছুতেই বুঝতে,
তাই এই স্বল্প সময়কে কারোর উচিত নয় করে নষ্ট,
নিজেদের মধ্যে বোকার মতো হানাহানি করে যারা,
এই ভাবেই জীবনভর তারা মিছামিছি পায় শুধু কষ্ট।
সময় সত্যিই বড় কম আমাদের এই ছোট্ট জীবনে
কার কখন আসে ডাক যেতে হয় চলে না ফেরার দেশে,
এই চরম সত্যি কথা জেনেও আমরা গুরুত্ব দিতে চাইনা,
তাই নিজের অজান্তেই নিতে হয় চিরবিদায় অবশেষে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
আমি রঞ্জন ঘোষ দক্ষিণ কলকাতার বেহালায় থাকি। ছোট বেলা থেকেই লেখালেখির শুরু। মাঝে তা বন্ধ হয়ে যায়। কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর আবার লেখালেখি শুরু করি। আমার এই ব্যাপারে আমার স্ত্রীও কন্যা আমাকে উৎসাহিত করেছেন। এখনো পর্যন্ত আমি প্রায় শতাধিক সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত আছি। কয়েকটি পরিবারে আমি এডমিন ও সভাপতি হিসেবে আছি। কবিতা আমার প্রথম প্রেম।
এই বছর আমার একক কবিতার সংখ্যা ” প্রেমের ঝর্ণাধারায় ” বইটি 28 শে সেপ্টেম্বর 2021 প্রকাশিত হয়। বইটি প্রকাশ করেছেন যুথিকা প্রকাশন। এছাড়া আরও তিনটি বই
জীবন তরী, লকডাউনের ডায়েরি এবং আমার চোখে বইগুলি প্রকাশের পথে। এই বছরে আমার ছাব্বিশটি কবিতা বিভিন্ন পরিবারের প্রকাশ পেয়েছে। যৌথভাবে বাংলাদেশের সাথে আমার 12 টি কবিতা একত্রে প্রকাশ হচ্ছে। মাঝে মাঝে আমি কিছু ছোট ছোট গল্প ও লিখে থাকি।
আশা করবো আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হবো না।