প্রত্যয়
-পঙ্কজ দত্ত
⇔⇔⇔⇔⇔⇔
“কাল” কে তো কাল দেখে নেবে।
আমি তো “আজ” তে সমাহিত।
প্রথাগত প্রাত্যহিকতায়
আর কতবার মাথা নত!
আজ থাক কালকের কথা
কাল যদি না হয় না হোক।
“আজ”কে উজার করে দেব
কালকে’র কাল্পনিক শোক।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
লেখার বদভ্যেস ছোট বেলা থেকেই। স্কিন্ত পরে পরে জীবিকার চাপে সেই কবিজীবনের চর্চা কিছুটা বিঘ্নিত হয়। এখন খানিক টা থিতু হতে আবার পুরনো অভ্যেস একটু মাথা চাড়া দিচ্ছে এই। কলেজের দেওয়াল পত্রিকা “বেদুইন” ও নামে বেশ সফল ও জনপ্রিয় হয়েছিল। পরে রেজিস্ট্রেশন এর প্রয়োজনে”আরেক বেদুইন” নামে লিটল ম্যাগাজিন এর সম্পাদনা করেছি অনেক দিন। পরে চাকরি সূত্রে আমি এবং বাকি আরো উদ্যোগী বন্ধুরা একে একে কলকাতা ছেরে যেতে এক সময় সেই পত্রিকা প্রকাশ হওয়া বন্ধ হয়ে যায়। এই কিছুদিন আগে “কবিতার পাতা” র উষ্ণ অনুপ্রেরণায় অদ্দেক কবিজীবনের দ্বিতীয় পর্বের শুরু।