দুর্যোগে বিপর্যস্ত জনজীবন
-শিবানী সাহা
↔↔↔↔↔↔
সাম্প্রতিক ঘটনা-দুর্ঘটনায় জেরবার মানুষ
দিশাহীন কি করবে পারছেনা ভাবতে।
অসময়ে বর্ষা, বাঁধের জলে ভাসছে বাড়িঘর
ঠাঁই হয়েছে মানুষের অস্থায়ী আস্তানাতে।
দুশ্চিন্তায় রাতের ঘুম গিয়েছে উড়ে
দুবেলা খাবার জুটছে না পেট পুরে।
ক্ষেতের ফসল জলের তলায় কি হবে
দুশ্চিন্তায় চাষিরা আজ দিশাহীন ঘরে।
রোজগারের পথ সব বন্ধ নেই উপায়
আগামীদিনের চিন্তায় চোখ জলে ভরে।
অসহায় গবাদি পশু দাঁড়িয়ে এক হাঁটু জলে
খাদ্য সমস্যা, পানীয় জলের সমস্যা, অর্থ সমস্যা
সমস্যায় জর্জরিত জীবন কাটছে অসহায় ভাবে।
ফসল নষ্ট ব্যবসা-বাণিজ্যের চরম ক্ষতি
সামাল দেবে সবাই কেমন করে,
ভেবে ভেবে দিশেহারা মন, উপায় পাচ্ছে না খুঁজে।
বাঁচতে গেলে চাই সাহায্যের হাত
মানবদরদি, মর্মস্পর্শী, সহানুভূতি মনের মানুষ
সকলে এগিয়ে আসছে উদ্ধারের কাজে।
সাম্প্রতিক এই অকাল বর্ষা, বাঁধের জল
মানুষের ঘরবাড়ি, পশুর প্রাণ নিয়েছে কেড়ে।
বড্ড অসহায় আজ আমরা প্রকৃতির কাছে
প্রকৃতি ধ্বংসের বদলা নিচ্ছে এই ভাবে।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি:-
নাম:-শিবানী সাহা পেশা:-গৃহবধূ বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। সাহিত্যের আঙিনায় আমার বিচরণ দীর্ঘদিন ধরে। আমি পড়তে ও লিখতে ভালবাসি। সংসারে কাজ কর্মের মাঝে সময় করে কবিতা লিখি। সকলের ভালো লাগাটাই আমার লেখার সার্থকতা।