সুখ
-সুতপা ব্যানার্জী(রায়)
⇔⇔⇔⇔⇔⇔
দূরের দেওয়ালটা দৃষ্টিপথে ক্রমশ অদৃশ্য,
একদিন ছিল ভীষণ যন্ত্রণার কারণ,
আজ মনেও পরে না,ছিল কি কিছু?
বিভেদের অসাড় অনুভূতি রিক্ত করেছে,
সর্বনাশা শোকগুলো আছড়েছে হয়তো,
রক্তক্ষরণ আজ শুধু সাদামাটা গল্পকথা,
অথচ তখন ভীষণ প্রাসঙ্গিক আজকের অতীত,
তারপর সোজা মেরুদণ্ডের স্বাভাবিক বাঁচা,
সব অসহায়তা পায়ে দোলে গমনসুখ,
ধ্রুবতারার সন্ধানে কত পথ হাঁটা আজও,
জ্যোৎস্না গায়ে মাখা হয় নি,তবু বেঁচে আছি,
পথের অমসৃণতাতেও খোঁজার আবেশ,
সেই তো সুখ,নতজানু স্বপ্ন ভেঙে নিজের মত,
রাংতার জৌলুস ছেড়ে বর্ণহীন বাস্তব,
দেখা হয়েছে পথের প্রতি বাঁকের বিরূপতায়,
তবু আছে বাঁচার সুখ,নিরীক্ষার শান্তি।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
পশ্চিমবর্ধমান জেলা নিবাসী। অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও সাহিত্য চর্চায় নিয়ত প্রয়াসী। এই পরিবারের যুক্ত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।