মন বসেনা কিছুতেই
-অদিতি প্রামানিক
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
এখন আর কেন জানি
মন বসেনা কিছুতেই,
আনন্দ আর নেই যেন
খুঁজে পাইনা মনেতেই।
সবই যেন লাগে মন্দ
ভালো লাগেনা কোন কিছু,
কিসের মায়া কেন টানে
বুঝিনা তার আগুপিছু।
কবিতা আর ডাকে নাতো
ছন্দ পাইনা খুঁজে তার,
ভাবি কতোযে সারাদিন
মনেতে নাই শব্দ আর।
প্রেমের তরে ডুব দিলে
মানিক মেলে কতোশত,
সেই প্রেমের দেখা বলো
পাবো নাকি মনের মতো।
বন্ধু বলো সখা বলো
কেও থাকেনা অসময়ে,
সুখের দিনে থাকে সব
পাশে থাকে সুসময়ে।
মনের মাঝে কষ্ট শত
আগলে রাখি চুপ করে,
বোঝার নাই কেও কাছে
রাখবে কেও বুকে ধরে।
কত রঙীন দিন যায়
পাইনা খুঁজে রঙ আমি,
হতাশা ভরা মন টাকে
ভাবি তবু খুবই দামি।
ভালো লাগার খোঁজে আমি
ঘুরি কতো চারিধার,
বেলাশেষে দেখি আমি
একলা যেন মোর ঘর।
তাইতো আর ভালো লাগা
পাইনা খুঁজে হৃদ মাঝে,
কষ্টের কথা বুকে চাপা
অশ্রু ঝরে সকাল সাঝে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচয়:কবি অদিতি প্রামানিক।এম, এস,সি মাষ্টারস। কর্মে গৃহিনী।এক কন্যার জননী।স্বামী তরুন কুমার বৈদ্য। পিতা অখিল প্রামানিক,মাতা কল্পনা প্রামানিক।নিবাস মাগুরা জেলা,বাটিকাডাঙ্গা গ্রাম।