পুরাতন লক্ষ্য

-মোঃ জাকির হোসেন

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

অনেক পেয়েছি-

আর পেতে চাই না,

তোমাদের সিংহাসন থেকে ছুঁড়ে দেয়া পুষ্পমাল্যের

ভার আমি আর সইতে পারছিনা।

জরা জীর্ণ পৃথিবীর, শেকলে বাঁধা কলম আর কোন হরফ লিখতে চাইছেনা।

ভোঁতা হয়ে গেছে নিঃসৃত কলমের সুড়ঙ্গ।

আলোর পথ তাই আঁধারেই পরে রয়।

কলমের শব্দের সাথে রাজপথের শ্লোগানে মূখরিত মিছিল,

একদিন তা তা ধেই ধেই করে নেচেছিল শুদ্ধ চিত্তে।

এখন  বোবা কান্নায় চোখের জল শুকিয়ে,

নিথর ঝাপসা দৃষ্টির ফাক গলে-

না চাওয়া গল্পের উপকরণে শব্দমালা সাজায়।

মুখ বুজে সয়ে যায় ইতরেরা চপেটাঘাত,

কলমের দুরভিসন্ধির চাবুকের আঘাত,

ধন ভাণ্ডারের অসীম ওজনে নুয়ে যায় সর্বদেহ।  

জিজ্ঞাসা গুলি পুরাতন,

পুরাতন চাওয়া পাওয়া,

লক্ষ্য পুরাতন,

পুরাতন-ই রয়ে যায়।।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি-
লেখক বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার, ইউটিউব চ্যানেল “শেকড়ের গান” এর প্রতিষ্ঠাতা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*