মায়াবতী আকাশের বুক চুমে
-অভিজিৎ হালদার
⇔⇔⇔⇔⇔⇔⇔
মায়াবতী আকাশের বুক চুমে
তোমায় দেখা করার কথা ছিল
আমায় সাথে-
কোনো এক হেমন্তের বিকালে
ইথিওপিয়ার ব্যস্ত শহরে,
কত মানচিত্র পেরিয়ে এখানে
তোমায় সাথে দেখা করার জন্য
কিন্তু তুমি এলে না, দিলে না দেখা;
কত আকাশ লীন হলো
কত পাখি উড়ে গেলো
তুমি দূরে থেকেই গেলে
লাল হলো পাহাড়ের উঁচু সীমাগুলো।
কোন এক শরতের সন্ধ্যায়
ব্যস্ত শহরের রাজপথ শুনসান
লেফাফা-এ থাকা পুরানো চিঠি
লেলিহান হলো লোকাতীত।
মোনালিসা নক্ষত্র চিনিয়েছো সবি
চিনিয়েছো চঞ্চল সমুদ্রের রাশি
তোমারি সান্নিধ্যে এসে
জলাঞ্জলি হলো জর্জর।
মায়াবতী আকাশের বুক চুমে
আত্মার দূরত্বে তুমি আর আমি।।
⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি- লেখক অভিজিৎ হালদার বতর্মানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ভূগোল অনার্সের ছাত্র। নদীয়া জেলার হাঁসখালী ব্লকের অন্তর্গত মোবারকপুর গ্রামে জন্ম। পিতার নাম শ্রী কার্ত্তিক হালদার ও মাতা শ্রীমতী আরতী হালদার।ছোট থেকেই লেখালেখি করে থাকে। তিনি মূলত কবিতা ছোটো ছোটো গল্প, বড়ো গল্প,নাটক,নাট্যগল্প লেখালেখি করে । এছাড়া উপন্যাস লেখার চেষ্টা করে থাকে। বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে থাকে।