চাঁদের আলোয়
-রঞ্জন ঘোষ
↔↔↔↔↔↔
চাঁদের আলো এসে তোমার মুখে পড়ে
তোমাকে ভীষণ সুন্দরী দেখাচ্ছিলো,
মনে হলো স্বর্গ থেকে পরী এসেছে নেমে,
আমার সবকিছু কেমন ভুলিয়ে দিলো।
কোকড়ানো চুল গুলো থর দুটোর দিকে তাকিয়ে
আমার মনটা কোন অজানা দেশে হারিয়ে গেলো।
চাঁদের আলোয় তোমায় লাগছিলো অপরূপা
ভীষণ পবিত্র লাগছিলো তোমার মুখটা,
কিছুতেই পারছিলাম না আমি চোখ ফেরাতে,
তোমার মুখের উপর দিচ্ছিলো হাওয়ার ঝাপটা।
তোমার দিকে তাকিয়ে আমি হয়ে যাই বাকহারা
সব কথা মুখের মধ্যে গেছে কেমন আটকে,
তাই মুখ বুঝে তাকিয়ে থাকি শুধু তোমার দিকে,
আমার চোখ দু’টো গেছে তোমার চোখে আটকে।
এক অনাবিল আনন্দে দেহমন যায় আমার ভরে
মনটা আমার খুশিতে তাই হয়ে যায় আত্মহারা,
তুমি আমার মনের মধ্যে আছো তো সব সময়,
তুমি ছাড়া আমি যে প্রিয়তমা একেবারে দিশাহারা।
↔↔↔↔↔↔
আমি রঞ্জন ঘোষ দক্ষিণ কলকাতায় থাকি। কবিতা আমার প্রথম প্রেম। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু। মাঝে লেখালেখি বন্ধ হয়ে যায়। লকডাউনে আবার লেখালেখি শুরু হয়। এবছরের আমার কবিতার বই “প্রেমের ঝর্ণাধারায়” প্রকাশিত হয়েছে। আমি শতাধিক সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত আছি। আপনাদের আশীর্বাদে অনেক শংসাপত্র ও লাভ করেছি। এ বছরে 26 টি পত্রিকায় আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। আমি আপনাদের পত্রিকার একজন সদস্য।