শরৎ এসেছে

-শম্পা ঘোষ

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

নিও কখনো নিজের মনে করে খবরা খবরে

যেমন তুমি আগে নিতে দরকারে অদরকারে ।

আসার অভ্যাসটা রেখো , না হয় এসোই পথ ভুলে

মেঘের মতো এসো হঠাৎ করে না কয়ে বলে ।

আমি রেখেছি ধরে মেঘকে তোমার জন্য

তোমার গন্ধে যে আমি পাগলপারা বন্য ।

তোমার মুখের সেই যে গানের কলি

‘ আমি তোমার প্রেমে হব কলঙ্কভাগী ‘ এখনও বলি ।

অনেক ঋণেই আমি হয়েছি ঋণী মেঘের কাছে

সোনা রোদের উঁকি মেরে বলা শরৎ এসেছে ।

শরতের ছোঁয়ায় নেবে কি তুমি আবার আমায় জড়িয়ে

‘ যদি তারে নাই চিনি ‘ বলে যেও না গো এড়িয়ে ।।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

আমি শম্পা ঘোষ । আমি একজন হাই স্কুলের লাইফ সায়েন্স এর পার্টটাইম শিক্ষক । টিউশন ও করি । অবসরে একটু বাগান করা , একটু আধটু লেখার চেষ্টা করা আর বেশিরভাগ অন্যের লেখা পড়তে ভালবাসি । আমার বাড়ি উত্তর ২৪ পরগনায় ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*