মহান স্বাধীনতা

-অন্তি চাকমা

♦♦♦♦♦♦♦♦

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

সহস্র রক্ত ঝরা কাহিনীতে

মেঘনা নদী পাড়ি দিয়ে।

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

আমাদের অধিকার আদায়ের ভাষা নিয়ে

আমাদের মাতৃভূমির মর্যাদা নিয়ে।

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

আমাদের লাল সবুজ পতাকায়

বাংলা মুখে উচ্ছাসের হাসি নিয়ে।

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

আকাশে বাতাসে দোলার হাওয়ায়

মায়ের বীর সন্তানের ঘুম ভাঙিয়ে

ইতিহাসের পাতা পাড়ি দিয়ে।

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

হাজার নদীর রক্ত স্রোত পেরিয়ে

অবুঝ শিশুর মতো রাজ পথে দাড়িয়ে

লক্ষ লাশের মিছিল নিয়ে

বাংলার গর্বের পতাকা হাতে নিয়ে।

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

মুখের সংগ্রামী কবিতার লাইন নিয়ে

ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট ফুটিয়ে

ধর্ষিত গণতন্ত্র নিয়ে,

বিবেকের দরজা তালা বন্ধ করে রেখে।

তুমি ফিরে এসেছো মহান স্বাধীনতা

বাংলার এই সমস্ত ঘটে যাওয়া

স্মৃতিকে নিয়ে।

হাজার সালাম তোমায় মহান স্বাধীনতা

চিরদিন গর্বে জেগে রও।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতিঃ-

নামঃ- অন্তি চাকমা। ঠিকানাঃ- মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। ব‍্যাঙমারা পাড়ায় জন্মগ্রহণ হয়। কবিতা লেখাটা আমার প্রিয় একটা শখ। আর এই লেখালেখি করার আরেক ধাপ অনুপ্রেরণা পাই প্রিয় মানুষ শরিফা সুহাসিনী ,সাদিয়া জাহান উম্মি ইশু মনি তাদের কারণে। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রাণ ডালা জানাই।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*