আকাঙ্ক্ষা
-শিবানী সাহা
↔↔↔↔↔↔
আকাঙ্ক্ষা নিয়ে জীবনে প্রতিটি মানুষ বাঁচে
নিজেকে গড়ে তোলে আপন ইচ্ছার ধাঁচে।
আকাঙ্ক্ষা আছে তাই ইচ্ছে গুলো মনের মাঝে
নিত্য নতুন রূপে রঙিন স্বপ্নের সাজে।
জীবন প্রতিনিয়ত এগিয়ে চলে আশার পথ ধরে
মনের মত সন্তান মানুষ হবে এই আশা সবার ঘরে।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কেউ নেতা হবে ভাবে,
কারো কারো স্বপ্ন অধরা রয়ে যায় অভাবের চাপে।
আকাঙ্ক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায় চলার পথে,
আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করে, জ্ঞানী গুনি জনের মতে।
আকাঙ্ক্ষা ব্যতীত জীবন কাটে একঘেয়েমিতে
তাই তো মানুষ প্রতিদিন ছুটে চলে আপন পথে।
কমবেশি আকাঙ্ক্ষা সকলের মাঝে আছে
জীবনভর মানুষ আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা, হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। আমি একজন সাধারণ গৃহবধু। সংসারের মাঝে সময় বের করে একটু-আধটু লেখালিখি করে। আমার কবিতা কারও ভাল লাগলে সেটাই আমার প্রেরণা।