প্রিয় সোনার বাংলাদেশ

-জয়সেন চাকমা

⇔⇔⇔⇔⇔⇔

আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলার কবিতা ভালোবাসি

বাংলার গন্ধরাজের সৌরভ মনে দেয় শান্তি,

আমি উড়ায় লাল সবুজ পতাকা বাংলার মানচিত্রে আঁকা

সবুজের মায়ারূপ দূর করায় ক্লান্তি।

মনে মিশ্রিত বাংলার সোনার ধান বাংলার বাউল গান

মনকে সতত আগলে ধরে

লুকিয়ে পড়ি কাশের ভীরে রূপটা দেয় ভরে

আমি তরুছায়া ময়ীর তীরে।

আমি চিত্রময়ী বাংলায় বেচে থাকি সুখে দুখে বেদনায়

গল্প শুনি অঘ্রাণে

হাজার পাখির কলকাকলি রাঙিয়ে তুলে পুষ্পেরকলি

নব প্রেমের গীতি জুড়ায় প্রাণে।

গাছ গাছালি ভরা জারুল, বট, কাঠাঁল আম অশ্বত্থ

লেগে থাকে শরীরে দক্ষিণের বাতাস

রঙধনু ছবি আঁকে সাতটি রঙের বাকে

সাজিয়ে তুলে রঙিন আকাশ।

উচু নিচু ভূমি দেশ রূপের নেইকো শেষ

রূপের সৌন্দর্যের বেশ

বিচিত্র মাঠ ঘাট রূপের সোনালি পাট

ভালোবাসি প্রিয় সোনার বাংলাদেশ।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

কবি জয়সেন চাকমা জন্মস্থান:মাটিরাঙ্গা উপজেলায় সদর ইউনিয়ন ৪নং ওয়াড ব্যাঙমারা পাড়া গ্রামে।

শিক্ষা:মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বর্তমানে নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*