প্রশ্নের উত্তর এখনও নিখোঁজ

-অনিতা মুদি

♥♥♥♥♥♥♥♥♥

কেমন আছিস ?

ভালো তো আছিস ?

কি করছিস এখন ?

নাকি ব্যস্ত একটু এখন ?

খাচ্ছিস তো সময় করে ?

নাকি অগোছালো ভাবে সময় যায় যে চলে ।

বাড়িতে সবাই এখন কেমন ?

তারাও আছে তো ভালো ?

এখনও কি মনে পড়ে ?

ইউনিভার্সিটি-তে কাঁটানো দিন গুলোর কথা ?

নাকি ভুলে গেছিস সময়ের ব্যবধানে।

মনে পড়ে ইউনিভার্সিটি-র সেই প্রথম দিন ?

যখন কেউ ছিল না তোর

তখন আমি ছিলাম পাশে তোর ।

মনে কি পড়ে নবিন বরন দিনে-র সেই স্মৃতি ?

নাকি মনে করার সময় নেই তোর কাছে।

মনে কি পড়ে তোর সেই সব কথা ?

নাকি স্বপ্ন ভেবে যাস ভুলে আবার ।

মনে কি পড়ে আমার কথা ?

নাকি অভিমানী সুরে অতীত

ভেবে রেখেছিস চাপা ।

মনে পড়ে বাকিদের কথা ?

যাদের সঙ্গে থাকতিস তুই সদা ।

প্রতিনিয়ত প্রশ্ন গুলি নেই তোর খোঁজ,

কিন্তু প্রশ্নের উত্তর এখনও নিখোঁজ ।

♥♥♥♥♥♥♥♥♥

কবির পরিচিতি :

আমি অনিতা মুদি । পিতা- সাধন মুদি ও মাতা- মমতা মুদি । আমাদের নিজস্ব বাড়ি আদ্রার কালিকেন্দ নামক গ্রামে কিন্তু বর্তমানে আমরা সাওতালডি নামক জায়গায় বসবাস করছি । আমার জন্ম ২৫ ই জানুয়ারি ১৯৯৮ সালে । আমার কবিতা লিখতে ও পড়তে খুবই ভালো লাগে ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*