নিভৃত নির্জনে
-তৌহিদা জাহান লিপি
♦♦♦♦♦♦♦♦♦♦
আমি বিস্মিত হই,
যখনই তুমি দাঁড়াও আমার সামনে এসে !
হৃদয়ের এক প্রান্ত হতে অন্য প্রান্ত অবধি –
বার বার আমি তোমায় খুঁজি নির্বিশেষে !
ভেসে যাই তোমার অফুরন্ত কথার স্রোতে –
তবুও ধরা নাহি পাই!
যত চাই ততই জড়াই হৃদয়ের মাঝখানে গভীরতার বাঁকে এসে!!
সংকোচহীন নির্মেঘ দেশে –
তোমায় পাবো অশংকিত অনাবৃত বেশে !
তোমায় পাবো মুক্ত দেহ মনে
ঝড় যদি আসে আসুক ?
দু’চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে
এই বুঝি ভেঙ্গে চুরমার হয়ে যাবে সৌজন্যতার সূক্ষ্ম দেয়াল !!
দু’হাতে সরানো যত উৎসুক বাঁকা চোখ –
সেই সাথে কিছু কাব্য লিখায় এ মন একাগ্র হোক !
তাইতো মত্ত বাতাসে একা বসে ভাবী মনে মনে –
স্রোতের মুখে আজ উধাও হয়ে যাবো নিভৃত – নির্জনে আমরা দু’জনে !!
♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি : আমি তৌহিদা জাহান লিপি। ঢাকায় বসবাস করি।। একটি বেসরকারি কলেজে শিক্ষকতায় আছি।
ধন্যবাদ