তাজমহল
-অন্নপূর্ণা দাস
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
তুমি এতো সুন্দর কেন তাজমহল,
প্রশ্ন আসে মনে ভালোবাসা না স্থাপত্য যা বলে সময়,
বলে দুটি প্রেমের হৃদয় আমি বলি মন,
যা সৃষ্টি করে ভাবনা গভীরতা পূর্ণতার প্রকাশ
তুমি কি বুঝতে পারো সেই সময় যা আজ ইতিহাস,
রাতের অন্ধকারে আজও নীরবে কথা বলে দুটি মানুষের চাওয়া,
অজস্র মানুষের কান্না শ্রমিক নীরবে দিয়েছে রক্তঝরা শ্রম
যা নেই ইতিহাসে লেখা তবুও তারা কাজ করেছিল,
ছিল না ধর্মের বারণ ভিন্ন ধর্মের মানুষের সৃষ্টির ফসল
এই সপ্তম আশ্চর্য জিনিস যা বলে তুমি আর আমি নয়
এ নতুন সৃষ্টি ভালোবাসার প্রতীক তাজমহল||
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
আমি অন্নপূর্ণা দাস। একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি।আমি হাওড়া সালকিয়া থাকি।