শত্রুর অধিক মিত্র
-রানা জামান
⇒⇒⇒⇒⇒⇒⇒
আরো কিছু পাবার ইচ্ছেটা মরে না কখনো
নিজের পকেট সবসময় মনে হয় হালকা
খেতে না পারলেও পাতে নেই অধিক খাবার
ইতিউতি তাকানো থাকেই অব্যাহত
একটু সুযোগ পেলেই জমে যায় জিভে জল
যুদ্ধ চলে তুমুল জিভের সাথে মগজের
পাঁচ তলা বাড়ির আকাশ এতো ফাঁকা কেনো!
আরেকটা বাড়ি করার টাকা আসে মাসের ভাড়ায়
বৈধ অবৈধ সুযোগ ছাড়ার ইচ্ছে কখনো জাগে না
ডায়াবেটিক রোগি মিষ্টি পেলে খেতে থাকে মন
লোভ ফিনিক্স পাখির চেয়েও অধিক শক্তিশালি
এমন মিত্রের বিনাশ সাধন দূরুহ খুবই!
⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি:
নাম: রানা জামান, পোষাকি নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া, পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত ,নিজ জেলা: কিশোরগঞ্জ। লেখালেখি: ছোটকাল থেকেই লেখালেখি করছি; গল্প/কবিতা/ছড়া/উপন্যাস লিখে থাকি প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৩