ভালোবাসার কাপাস তুলো

-বিমান বিশ্বাস

♥♥♥♥♥♥♥♥

অবুঝ প্রেমের ভিড়ে

শুধুই হৃদয় পোড়া গন্ধ!

স্মৃতির করিডোর অস্তিত্ব খোঁজে

মসলিন সুতোর হারিয়ে যাওয়া প্রেমের টিউন।

ম্রিয়মাণ ধূসর ছাইয়ের মতো উবে যাওয়া প্রেম

কবিতার ইমেজে অক্ষরে অক্ষরে আঁকে একগুচ্ছ ব্যথার কারণ।

কি আশ্চর্য!

স্মৃতির পাথরে চাপা পড়ে যাওয়া ঈশ্বরকণার অপূর্ণতা

শব্দের মায়াজালে গড়ে তোলে ভাবনার কবর।

বুঝেছে এতোদিনে নিষিদ্ধ তৃষ্ণার বৃষ্টিযাপন

গোধূলির রঙিন সন্ধে আঙুলের কারাগারে বন্দি নিকোটিনে ভেজা পোড়া ঠোঁটই ভালোবাসার কাপাস তুলো।

♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

আমি বিমান বিশ্বাস।বাড়ি ভারত বর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত পানিহাটি অঞ্চলের সোদপুরের নাটাগড়ে। আমি ভূগোলে এম.এ করেছি। আমার লেখালিখির হাতেখড়ি করোনা কালীন সময়ে ০৬_০৪_২০২০ তে। লেখালিখির জগতে আসার পেছনে আমার কোনো মহাকাব্যিক আখ্যান নেই। হয়তো কালের নিয়মে আমার এই জগতে আসা।সেই থেকে আপনাদের ভালোবাসায় মনে যা আসে তাই লেখার চেষ্টা করি মাত্র। বাকিটা আপনাদের আশির্বাদ। ধন্যবাদ

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*