প্রেমিক হবোই আমি
-পার্থ গোস্বামী
♦♦♦♦♦♦♦♦♦
ওগো পাহাড় শুনছো তোমায়
ভীষণ ভালোবাসি মেঘের সাথে
খেলবো আঁকিবুঁকি।অনেক আগেই
মায়াবী রূপের প্রেমে পড়েছি,,
তোমার প্রেমিক হবো আমি।।
হ্যাঁ প্রেমিক হবোই মনে থাকে যেনো??
মেঘবালিকার সাথে গপ্পো করে,,
খানিকবাদে ঝরবো দুজন নাহয়
একসাথে একই আলিঙ্গনে।।
প্রেমিকা তুমি মনে থাকবে??
ভোরের আলো গায়ে মেখে,,
শিশির ভেজা সবুজ পাতার সুগন্ধি
মেখে এক ছুট ভালোবাসার
সেই দেশের খোঁজে।।
ওগো পাহাড় শুনছো
তোমায় ভীষণ ভালোবাসি।
ভীড়ের দিনেও তোমার
প্রেমিক হবো আমি।
উচ্চতার ওই একটা কোণে
মেঘবালিকার সাথে সুখ দুঃখের
গপ্পো জুড়বো তুমি আর আমি।।
গপ্পো শেষে সূর্যি মামার ঝলকানিতে
প্রেম প্রেমিকার সাজে চুপটি করে
কত প্রেমিক প্রেমিকার গপ্পো সপ্পো
শুনে ওই মেঘবালিকা-কে
সময় করে বলবো।
হ্যাঁ আমরা প্রেমিক প্রেমিকা হবো।।
তোমার ওই রুক্ষতা, শুষ্কতা,
একাকিত্ব, সৌন্দর্য ঝরার দিনেও
তোমার পাশে থেকে সঙ্গী হবো।
মেঘবালিকা,সূর্যিমামা,শিশির ভেজা
পাতা সাক্ষী হ্যাঁ আমি
তোমার প্রেমিক হবোই।।
♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি~
নাম-পার্থ গোস্বামী, পিতার নাম-উৎপল গোস্বামী, মাতার নাম-লক্ষী গোস্বামী, গ্ৰাম-খালগ্ৰাম, জেলা-বাঁকুড়া. উনি পেশায় একজন গ্ৰামীন সম্পদ কর্মী হিসেবে নিজ পঞ্চায়েত অফিসে যুক্ত রয়েছেন।কবি/লেখকের সৃষ্টি বই আকারে প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন পত্র পত্রিকার এবং সাহিত্য পরিবারের সাথে যুক্ত রয়েছেন। সম্মাননা ও সনদ বিভিন্ন সাহিত্য পরিবারের থেকে অর্জন করেছেন। পরবর্তীতে সাহিত্য নিয়েই এগিয়ে যেতে চান। সাহিত্য ছাড়া উনার জীবন অচল।।