ভিন্নধর্মী হয়েও কল্যাণকামী

-আবুল হাসমত আলী

⇔⇔⇔⇔⇔⇔⇔

দিনের অধিপতি সূর্য রাতেরটা,

সকলে জানে চাঁদ বেটা;

তারা পরস্পর শত্রুভাবাপন্ন,

উন্মাদও জানে সেটা।

আলো দিয়ে দিনকে উদ্ভাসিত করা,

সূর্যের প্রধান কাজ;

ঠিক ঠিক কর্ম করে সে আমাদের,

অন্তরে করছে রাজ।

পৃথিবীর প্রকৃতি সুন্দর হয়েছে,

তপনের কিরণে জানি;

সৌন্দর্য তাই রবির নিজস্ব,

সেথা তো নেই হানাহানি।

অপরদিকে চাঁদ কর্তব্যে নয়,

অবজ্ঞাকারী মোটে;

সেও যতটা পারে সৌন্দর্য দান,

করার চেষ্টায় খাটে।

চাঁদ ও সূর্যের বৈরী ভাব আছে,

তবু তো অবিচল কর্মী;

এ বিশ্বের কথা ভেবে একত্রিত,

যদিও তারা ভিন্ ধর্মী।

সূর্য সারাদিন পরিশ্রম করে,

ক্লান্ত হয়ে করে বিশ্রাম;

চাঁদ তখন করে দায়িত্ব পালন,

সোনালী আলো দেয় অবিরাম।

তাদের তো হিংসার সামান্য চিহ্ন ,

লক্ষিত হয় না আদেও;

আসলে যেটা আছে মানবকল্যাণে,

সেই প্রতিযোগিতা লাগাও।

এই সুন্দরের সৃজন মহিমাতে,

মোরা যৌথ লড়াই করব;

প্রতিযোগিতা হবে মনে মনে অন্তরে,

শিল্প সাধনাতে থাকব।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি: আমি আবুল হাসমত আলী, পিতা সেখ আতর আলি, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমি একজন স্নাতক । আমি প্রকৃতি ভালোবাসি । নির্জন প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করি। আমি লিখতে ভালবাসি প্রকৃতি ও মানবতা নিয়ে। কিন্তু প্রচন্ড আর্থিক অভাবের কারণে আমি ভীষণ কোনঠাসা হয়ে জীবন যাপন করতে বাধ্য হই। তাই প্রত্যেকটা কাজে আমি পদে পদে বাধা পায়। তবু আমি লেখা চালিয়ে যেতে চাই।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*