ভিন্নধর্মী হয়েও কল্যাণকামী
-আবুল হাসমত আলী
⇔⇔⇔⇔⇔⇔⇔
দিনের অধিপতি সূর্য রাতেরটা,
সকলে জানে চাঁদ বেটা;
তারা পরস্পর শত্রুভাবাপন্ন,
উন্মাদও জানে সেটা।
আলো দিয়ে দিনকে উদ্ভাসিত করা,
সূর্যের প্রধান কাজ;
ঠিক ঠিক কর্ম করে সে আমাদের,
অন্তরে করছে রাজ।
পৃথিবীর প্রকৃতি সুন্দর হয়েছে,
তপনের কিরণে জানি;
সৌন্দর্য তাই রবির নিজস্ব,
সেথা তো নেই হানাহানি।
অপরদিকে চাঁদ কর্তব্যে নয়,
অবজ্ঞাকারী মোটে;
সেও যতটা পারে সৌন্দর্য দান,
করার চেষ্টায় খাটে।
চাঁদ ও সূর্যের বৈরী ভাব আছে,
তবু তো অবিচল কর্মী;
এ বিশ্বের কথা ভেবে একত্রিত,
যদিও তারা ভিন্ ধর্মী।
সূর্য সারাদিন পরিশ্রম করে,
ক্লান্ত হয়ে করে বিশ্রাম;
চাঁদ তখন করে দায়িত্ব পালন,
সোনালী আলো দেয় অবিরাম।
তাদের তো হিংসার সামান্য চিহ্ন ,
লক্ষিত হয় না আদেও;
আসলে যেটা আছে মানবকল্যাণে,
সেই প্রতিযোগিতা লাগাও।
এই সুন্দরের সৃজন মহিমাতে,
মোরা যৌথ লড়াই করব;
প্রতিযোগিতা হবে মনে মনে অন্তরে,
শিল্প সাধনাতে থাকব।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি: আমি আবুল হাসমত আলী, পিতা সেখ আতর আলি, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমি একজন স্নাতক । আমি প্রকৃতি ভালোবাসি । নির্জন প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করি। আমি লিখতে ভালবাসি প্রকৃতি ও মানবতা নিয়ে। কিন্তু প্রচন্ড আর্থিক অভাবের কারণে আমি ভীষণ কোনঠাসা হয়ে জীবন যাপন করতে বাধ্য হই। তাই প্রত্যেকটা কাজে আমি পদে পদে বাধা পায়। তবু আমি লেখা চালিয়ে যেতে চাই।