কবি হওয়ার স্বপ্ন
-ভদ্রাবতী বিশ্বাস
⇒⇒⇒⇒⇒
কবি হওয়ার স্বপ্ন চোখে
বাস্তবে লাজ ভয়,
লিখে ভরি পান্ডুলিপি
খাতায় থেকে যায়।
সময় একটু পেলে হাতে
খাতা কলমে বসি,
আপন মনে খেয়াল খুশীতে
লিখতে ভীষন ভালবাসি।
যখনি লেখার যবনিকা টানি
ভাবি ভাল মন্দ,
তাই নিয়ে নিজের ভিতর
চলে অন্তর দ্বন্দ্ব।
ভাই বোনদের খ্যেপানোর ভয়ে
লেখা রাখি গোপনে,
হঠাৎ একদিন পত্রিকার খোঁজ
পেলাম অনলাইনে।
কবিতা পাঠালাম আত্মবিশ্বাসে
আশায় ফলাফল,
বিচারক মণ্ডলীর সাড়া পেয়ে
মনে এলো বল।
হাঁটি হাঁটি পা পা করে
চলিয়ে যাই চেষ্টা,
লেখা লেখি সাহিত্য চর্চা
ভিতরে একটু তেষ্টা।
মানসম্মত লেখা হোক
ভরুক পাঠক হৃদয়,
আপন ভবনা লেখনীতে ফুটুক
স্মরন রাখি সদায়।
মনোমন্দিরে যত্নে সাজাই
কবি গুরুর ছবি,
ভালবেসে লিখি আশায় থাকি
হব একদিন কবি।
অনেক বড় খ্যাতিমান অথবা
নাম করা নয়,
অনুভূতি ব্যক্ত করার মত
লেখা যেন হয়।
চিন্তা-চতনায় স্বপ্ন-সাধনায়
কবি গুরুর সৃষ্টি,
হৃদয়ে পূজি গীতাঞ্জির গীতরস
লেখায় সদা দৃষ্টি।
⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি–
ভদ্রাবতী বিশ্বাস। যশোরের মনিরাম পুরে বাড়ি। পেশা অধ্যাপনা,পাশাপাশি লেখা লেখি করি।কবিতা পড়তে,গান শুনতে ভীষন ভালবাসি।