অন্তরে আছ তুমি

-মিস্টি অধিকারী সুপ্রিয়া

♥♥♥♥♥♥♥♥

তোমার কান্না গুলো কি সুন্দর করে আমাকে উপহার দিয়ে গেছো,

বিনিময়ে নিয়ে গেছো সবটুকু হাসি,

নিরাবতায় শ্রাবণ ধারা বয়ে চলে অবিরাম চারিদিকে,

সোনালী রোদতো আর খেলে না।

কি করে খেলবে বলো?

আমি হাসতেই ভুলে গেছি,ভালো থাকতে ভুলে গেছি,

সেতো তোমারি দান, এতো বড়ো দান দিয়ে গেলে যে তার ভার বইব কেমন করে বলতো,

বইবার মতো ক্ষমতা কি আমার আছে? নেই গো!

তবুও তো দিয়ে গেলে,

মাঝে মাঝে তোমার উপহার গুলো বড্ড বেশিই ভারি লাগে।

মনে হয়ে প্রতিনিয়তো জীবন থেকে পালিয়ে যাই ।

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দুরে।

হারিয়ে ফেলি বাকশক্তি, হারিয়ে ফেলি নিজকে,

কিন্তু কেন বলতে পার?তুমি তো সুখেই আছো দিব্যি হেসে খেলে জীবন উপভোগ করছো,

তবে কেন,বলো কেন, আমি থেমে আছি?

কেন মনটা বোঝেনা আজও?

পিপাসিত চাতকের মতো আজও পথ দেখি,যদি পথ ভোলা পাখি আবার ফিরে আসে, জানি এটা আমার ভুল তবুও ভাবি,বলতে পারো অবুঝ মনটাকে শান্তনা দেই।

জানো,

তোমার আমার মাঝে হয়েতো এটাই ব্যবধান,

তুমি মিথ্যা ভালোবাসায় আমাকে ঠকিয়েছো আর আমি,তোমাকে সত্যি ভালোবেসে ঠকেছি,

তুমি ভালো থেকো, সাবধান থেকো,

দেখো তোমারি মতো কেউ যেন আবার তোমাকেই না ঠকিয়ে যায়,

শুভকামনা রইল তোমার প্রতি,জেনে রেখো দুর থেকে হলেও একজন শুভাকাঙ্খী আছে।যে তোমার জন্য প্রতি নিয়ত ঈশ্বরের কাছে প্রর্থনা করে।

এজীবনে হয়ে তো আর কখনও আমাদের দেখা হবে না,

তবুও হৃদয় দিয়ে স্পর্শ করে যাব তোমাকে আমরন।

জেনে রেখো এই অন্তরে অন্তকাল তুমিই আছো তুমিই থাকবে।

♥♥♥♥♥♥♥♥

কবি পরিচয় : নাম মিষ্টি অধিকারী সুপ্রিয়া,

ভারত কোলকাতা, বিরাটি দক্ষিণ প্রতাপ গড়, নিমতা। উত্তর 24 পরগনা, 700049।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*