জেগে ওঠো হে তরুণ দল

-মোঃ আরমান হিমেল

⇔⇔⇔⇔⇔⇔⇔

জেগে ওঠো হে তরুণ দল! বজ্রকণ্ঠে আওয়াজ তুলে।

অদম্য শক্তি প্রসার করে,জাত ভেদাভেদ হিংসা ভুলে।

জেগে ওঠো হে তরুণ দল! আলোর পথ এখনো দূরে।

লক্ষ‍্য তীরে পৌঁছাতে হবে,শত কোটি হাত সুড়ঙ্গ খুড়ে।

জেগে ওঠো হে তরুণ দল! অশুভ ইঙ্গিত পিষ্ঠ করে।

সিপাহসালার বীর মুজাহিদ,একতা বদ্ধ প্রাচীর গড়ে।

জেগে ওঠো হে তরুণ দল! দৃঢ় থেকে সত‍্যের জোরে।

অত‍্যাচারির শিকল ছিড়ে, আঘাত করো বদ্ধ দোরে।

জেগে ওঠো হে তরুণ দল! আগুয়ান হও ধীরে-ধীরে।

আলোর মশাল হাতে নিয়ে,তবে’ই জয় আসবে ফিরে।

জেগে ওঠো হে তরুণ দল! দেশটা গড়ো নতুন করে।

হুঙ্কারে কাঁপাও শত্রুর বুক, হিংস্রক গলা চেপে ধরে।

জেগে ওঠো হে তরুণ দল! তীর্যক সরণী ঋজু করে।

সিংহের মতো গর্জন দাও, স্লোগান তোলো রুদ্র’স্বরে।

জেগে ওঠো হে তরুণ দল! ঝঞ্ঝার ন‍্যায় শক্তি নিয়ে।

শক্ত হাতে হাল ধরো আজ,ধৈর্য-সহ‍্যের পরীক্ষা দিয়ে।

জেগে ওঠো হে তরুণ দল! নগ্ন প্রাচীর খন্ডিত করো।

বক্ষে সাহস শক্ত হাতে, জয়ের নিশান উঁচিয়ে ধরো।

জেগে ওঠো হে তরুণ দল!পথের কাঁটা উপচে ফেলে।

জয়ের লক্ষ্যে লড়াই করো, বুকের তাজা রক্ত ঢেলে।

জেগে ওঠো হে তরুণ দল! সভ‍্য সমাজ গড়তে হবে।

তারুণ‍্য শক্তি জাগিয়ে তুলে, কাঁধে কাঁধ মিলাও সবে।

জেগে ওঠো হে তরুণ দল!ঘুমিয়ে থাকবে আর কতো?

জাতির এই ক্রান্তিলগ্নে, তরুণ সমাজ হও জাগ্রত!

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতিঃ

মোঃ আরমান হিমেল, পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম, ১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন।বর্তমানে তিনি লেখালেখির মাধ‍্যমে সমাজের অন‍্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*