ভালোবাসা পদ্ম হয়ে ফুটবে
-অদিতি প্রামানিক
♥♥♥♥♥♥♥
এক কষ্টের বালুচর পেরিয়ে
নিশ্চুপ শান্ত জলরাশি স্পর্শ করে তোমায় অনুভব করি।
কি এক কুলকুল শব্দে ডেকে যায় অন্তরে,
আমি পাই না খুঁজে তার কোন অর্থ।
শুধু এতটুকু বুঝি বুকের মাঝটা কেমন যেন ফাঁকা।
দম বন্ধ করা যেন এক অশান্ত পরিবেশ।
কোথাও কোন হাওয়া নেই, আছে শুধু হৃদয় ভাঙার কান্না।
আমি তো ফেলে এসেছি অনেক আগেই
আপন মনের গোপন ভালো লাগার পত্র পল্লব।
তবে কেন আজও বাতাসের তোরে ভেসে চলেছে
মনের কোনে সেই পত্র পল্লবের মরমর ধ্বনি।
আমার মন প্রাণ যতই এড়িয়ে চলতে চাই
তবুও কেন আরও জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে আমার সকল তনুমন।
আমি পাগলের মত চিৎকার করে বলি,
চাইনা আর চাইনা।
তবুও সেই ধ্বনি আমাকে মুক্তি দেয় না।
আমার বুক ফাঁটা আত্বনাথ কন্ঠ ভেদ করে বাইরে আসতে চাই কিন্তু পারেনা।
কি এক কঠিন শক্তি তাকে বাইরে আসতে বাধা দেয়।
বলে এমন যন্তনা নিজের হৃদয় দিয়ে অনুভব করো।
সুখ প্রাপ্তি তো সবাই পেতে চাই।
দুখের ভার বহন কেও করে না।
নিজের অনুভুতি দিয়ে নিজের দুঃখ কে অবলোকন করো।
ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করো।
মনের আকুলতা আবেগ ভাসিয়ে দিয়ে এক মনে হৃদয়ের গভীরে তাকে অনুভব করো।
ভালোবাসা পদ্ম হয়ে ফুটবে এমন আশা মনের মাঝে একদিন সবটুকু নিয়ে ফিরবে।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি;নাম :অদিতি প্রামানিক।পিতা:অখিল রন্জন প্রামানিক মাতা :কল্পনা রানী প্রামানিক।গ্রাম :বাটিকাডাঙা জেলা: মাগুরা থানা :মাগুরা সদর।পেশা :গৃহিনী ১ কন্যার জননী স্বামী তরুন বৈদ্য।