বন্ধু মানে
-মোঃ আরমান হিমেল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
বন্ধু মানে দুঃখ ভাগাভাগি,একসাথে’ই হাসি।
হাতে রেখে হাত,থাকবো পাশাপাশি।
বন্ধু মানে সুদিনে নয়,দুর্দিনে ও পাশে থাকা।
দুষ্টুমি আর খুনসুটি’তে তুই করে ডাকা।
বন্ধু মানে এক কাপ চা, ভাগ করে খাওয়া।
মন খারাপে ছায়ার মতো পাশে পাওয়া।
বন্ধু মানে একই পোশাক,ম্যাচিং করে পড়া।
আড্ডাবাজি-ঘুরাঘুরি আর হাসি মস্করা।
বন্ধু মানে সরল রেখা,আঁধার রাতের আলো।
বিশ্বাসের অঙ্গীকারে বাসি অনেক ভালো।
বন্ধু মানে ব্যথার ওষুধ, রোদের দিনে ছায়া।
অন্ধকারে আলোক রশ্নি,প্রণয়ের মায়া।
বন্ধু মানে কোন স্বার্থ নেই,দুই দেহ এক প্রাণ।
সদ্য ফোটা পুষ্প কলির,সুবাসমাখা ঘ্রাণ।
বন্ধু মানে উদার মনের, বিশাল এক আকাশ।
স্বতঃস্ফূর্ত নিঃশ্বাস নেয়া বিশুদ্ধ বাতাস।
বন্ধু মানে মজার ছলে,খানিকটা ভুল বোঝা।
হারিয়ে গেলে দূরে,হাত বাড়িয়ে খোঁজা
বন্ধু মানে সাহস দেয়া, হোক’না কঠিন কিছু।
বিপদে ঝাঁপিয়ে পড়া, হটে না’তো পিছু।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতিঃ
মোঃ আরমান হিমেল, পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম। ১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি লেখালেখির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন।