যা হারিয়ে যায়
-পরাগ ভট্টাচার্য
♥♥♥♥♥♥♥
যা হারিয়ে যায় তা হারিয়েই যায়
কেমন করে তা আগলে রাখি বলো
দিগন্তে যেমন পাখিরা হারায়
দূর সমুদ্রে যেমন হারায় নুলিয়ারা
তেমনই স্মৃতিরা প্রবঞ্চকের মতো হারায়
সব ভাসে
দিন ভাসে
ভাসে মন
এক নদীতে কেউ কি ডুব দিয়েছে দুবার
তেমনই বালু তটে এক ঢেউয়ের চিহ্ন
অন্য ঢেউ এসে বারবার দেয় মুছে
এ কথা কি জানা নেই কারও
আমিও হারাই তুমিও হারাও
জীবনের নিয়মই এ হলো !!
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি : ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার অদূরে খড়দহ এ জন্ম l এখানেই পড়াশোনা l তারপর এখন থেকে সরকারি চাকরি পেয়ে কলকাতায় চলে আসা l তারপর দীর্ঘ চল্লিশ বছর পরে এই খড়দহের নীলাচলে ফিরে আসা l ছোটবেলা থেকেই কবিতা লেখা ও পড়ার অভ্যাস l এখন অবসরের পর কবিতা ও গানেই যাপন ।।