উপলব্ধি
-অনন্যা পাল সেনগুপ্ত
⇔⇔⇔⇔⇔⇔
দিন যে গেলো রাত যে এলো,
সূর্য গিয়ে চাঁদ যে এলো,
আলোক গেলো আঁধার এলো,
পারের কড়ি হলো কি গোছানো?
সারাটা জীবন গেলো কাজে না অকাজে,
কেউ কি পারে তা বলতে?
ধর্ম কোনটা অধর্ম টাই বা কি
মানুষ প্রকার ভেদে ভিন্ন কি?
ধর্ম না অধর্ম কোনটা নায্য,
কার কাছে কোনটা সহজ গ্ৰাহ্য?
ধর্ম অধর্ম বুঝি না,ন্যায় অন্যায় মানিনা ,
পাড়ের কড়ি বুঝি না ,
বুঝি মনুষ্য ধর্ম ,বুঝি মনুষ্যত্ব,
সবাই দাঁড়াক সবার পাশে ,
রক্ত তো এক, এটাই হোক প্রতিটি মানুষের
বিশেষত্ব ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কলকাতায় জন্ম হলেও আমার ছোটবেলা কেটেছে বিদ্যানগর নামক একটা গ্রামে। পরবর্তীতে পড়াশোনা সবই কলকাতায় এবং বর্তমানে বৈবাহিক সূত্রে আমি উত্তর ২৪ পরগনার বারাসাতে থাকি। শিক্ষাগত যোগ্যতায় ইউনিভার্সিটির দোড়গোড়ায় পৌঁছালেও বিবাহ নামক সম্পর্কে আবদ্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরোনো সম্ভব হয়নি। সাহিত্যের আঙিনায় এক নামহীন বর্নহীন কলম যে তার নিজের ইচ্ছেয় চলে। এই যাত্রাপথের শৈশব এখনও পেরোয়নি, লেখালেখি মূলতঃ মুখবইতেই সীমাবদ্ধ যদিও আমার লেখা কয়েকটা ম্যাগাজিনে স্থান পেয়েছে। কবি বা লেখিকা হিসাবে নয়, একজন প্রকৃত সাহিত্য প্রেমী হিসাবে পরিচিতি পাওয়াই লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়েই এই পথচলা এবং সেই উদ্দেশ্যেই একটা সামাজিক সংস্থা “ছোট্ট প্রয়াস” এর প্রতিষ্ঠাতা সদস্য। সমাজের বুকে যদি ছোট্ট একটা দাগ রেখে যেতে পারি তবে আমার জীবন সার্থক।