চোরকুঠরি কথা

-গণেশ পাল

♦♦♦♦♦♦♦♦♦

চারিপ্রহর চোরকুঠরিতে যদি কখনো

ক্ষরণ আমার তবে চৌম্বক মনটা আবার

কোন্ চুক্তিনামায় নীরবতা পালন করবে ?

চুম্বনের শব্দাবলির ন্যায় কোনো শব্দ

আর কি পারে অতঃপর আমাকে আমার

আত্মহনন করা থেকে ফেরাতে?

তাই নিষ্পত্তি করে ফিরি ক্রমশঃ আমি

সব প্রহরের সব অবলম্বন যখন অযথা

চোরকুঠরিতেই একাকার হয়ে যায় —-

কখনো তোমার কখনো আমার।

♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উম্মিলা রানী পাল‌। জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে ০২ জুলাই ১৯৫০ সনে জন্মগ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা :১৯৭২ সনে বিএ পাশ করি। কর্মজীবন :১৯৭৪ সনে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সনে পরিদর্শক পদ থেকে অবসরে যাই । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে লিখে চলেছি। আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি ‌। এরমধ্যে ১ টি কাব্যগ্রন্থ,৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস ।প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ ১০ টি । অপ্রকাশিত একক বইয়ের সংখ্যা ২০ টি । এখন ‌ফেসবুকে নিয়মিত লিখছি ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*