প্রতিক্ষা

-রানা জামান

↔↔↔↔↔↔

রেখেছি বীজতলা তৈরি করে দৃষ্টি

ফোটার সময় থেকে; উল্টে যাচ্ছি

সকল পাথর; থেমে নেই এক

পল; ছুটছি গাছের শেকড় থেকে

চূড়োয়; মাখন ঝরিয়ে ছড়াচ্ছি খাদ্য

পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে নক্ষত্রে গ্রহে

আকাশে পাতালে সর্বত্র; ইদুর খেয়ে নেয়

বাসি পনির যে; দেখা মেলে না অমোঘ

পুতুলের; হৃদয়ের কোঠায় হাপড় জমছে

ধূলো-ময়লাসহ; প্যাপিরাস পাতা

হচ্ছে লালচে আচড়বিহীন; নন্দন না হলে

কেনাবেচায় বসে না মন; অনাঘ্রাতা

বনের অটবি প্রতিক্ষায় থেকে থেকে

নুব্জ; স্পর্শহীন হৃদয়ের কোমল মঞ্জরি

চাতক বৃষ্টি-কণার প্রতিক্ষায় থাকে।

↔↔↔↔↔↔

কবি পরিচিতি:

নাম: রানা জামান, পোষাকি নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া, পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত। জন্ম তারিখ: ১৫/০২/১৯৬০, নিজ জেলা: কিশোরগঞ্জ। লেখালেখি: ছোটকাল থেকেই লেখালেখি করছি; গল্প/কবিতা/ছড়া/উপন্যাস লিখে থাকি, প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৩

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*