আমি তোমার বাহ্যিককে নয়, মনকে ভালোবাসি
-অন্তি চাকমা
♥♥♥♥♥♥♥♥
আমি তোমার রূপকে ভালোবাসিনি
আমি ভালোবেসেছিলাম তোমার অন্তরকে
তোমার বাহ্যিককে নয়।
ভালোবেসেছিলাম তোমার সেই মায়া মাখা
হাসিটা যা হৃদয়ের এক অনুভূতি মিশে ছিল।
আমি তোমার শরীরকে নয়,
ভালোবেসেছিলাম মনের গহীনের মায়াকে
সেই ভালোবাসাটাকে।
আমি তোমার চাকচিক্য দেখে ভালোবাসিনি
আমি ভালোবেসেছিলাম ঈশ্বর দেওয়া
সেই সুন্দর মনের চরিত্রকে।
আমি নুলক চোখে ভালোবাসতে আসিনি,
আমি তো ভালোবেসেছিলাম মনের চোখ থেকে।
যে চোখ তোমাকে ক্ষয়ে ক্ষয়ে ছিড়ে খাবে না
শুধু এক পবিত্র ভালোবাসা শান্তির
স্থাপন থাকবে।
জানি এই ভালোবাসাও স্বার্থহীন নয়।
তবুও ভালোবাসতে মন চেয়েছিল সংযত ভাবে।
জানি মায়ের মতো স্বার্থহীন ভালোবাসা
পৃথিবীতে আর নেই,
তবুও একটুকরো স্বার্থ নিয়ে ভালোবাসতে মন চাই।
আমি বলব না আমার ভালোবাসাটাও সম্পূর্ণ, সত্যি
কিন্তু না কিছুটা হয়তো মিথ্যাও হতে পারে।
সবশেষে বলব,
আমি তোমাকে পবিত্র মন দিয়ে
ভালোবেসেছিলাম
সে কথা হয়তো আমার
ঈশ্বর জানেন।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম- অন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা উপজেলা, ব্যাঙমারা পাড়াতে জন্ম। সেখানে বেড়ে উঠা। ছোট থেকে সাহিত্যর প্রতি ভীষণ জোক। ছোট ছোট অগোছালো ছড়া লেখার থেকে কবিতা লেখার সাহস। আর সেই লেখালেখিতে আরো বেশি আকৃষ্ট হই, প্রিয় লেখিকা আপু শরিফা সুহাসিনী আর সাদিয়া জাহান উম্মি কে দেখে।