রাজনীতি
-মালা রানী পাল
⇒⇒⇒⇒⇒⇒⇒
রাজনীতি কোথায় নেই
বলতে পারো ভাই ?
দেশ, অফিস, সংসার
সব খানেতে পাই ।
ছেলে বৌয়ের রাজনীতি
বুঝতে নাহি পারে
বৌয়ের কথায় বাবা মাকে
দেয় বের করে ।
দুঃখ কষ্ট সহ্য করে
ছেলেকে মানুষ করলো,
সেই ছেলে কেনো যে
তাদের বের করে দিলো ।
অফিসে তুমি ভালো
থাকবে না ভাই ,
তেল মারার অভ্যাস
তোমার যে নাই ।
সহজ সরল হয়ে তুমি
পারবে না চাকরি করতে,
রাজনীতির চাপে পড়ে
বাধ্য হবে চাকরি ছাড়তে ।
দেশের রাজনীতির কথা
বললাম না মুখে ,
জনতা সব কিছু
দেখছে নিজের চোখে ।
⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
মালা রানী পাল, পদবী ঃ পরিবার কল্যান পরিদর্শিকা ( পরিবার পরিকল্পনা বিভাগ) উপজেলা ঃ নালিতাবাড়ী
জেলা ঃ শেরপুর, বিভাগ ঃ ময়মনসিংহ